TRENDING:

Starlink Satellite Internet Service: খুব শীঘ্রই ভারতে চালু হবে ইলন মাস্কের Starlink! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেট, মাসে আনলিমিটেড ডেটা প্ল্যানে কত খরচ? জেনে নিন

Last Updated:
Starlink Satellite Internet Service: স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ভারতে টাওয়ার ছাড়াই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। স্টারলিঙ্ক পরিষেবা চালু হলে প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে।
advertisement
1/9
শীঘ্রই ভারতে চালু হবে Starlink! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেট, খরচ কীরকম পড়বে?
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছে ইলন মাস্কের সংস্থা Starlink। এর ফলে দেশের দুর্গম অঞ্চল এবং প্রত্যন্ত গ্রামের কোণায় কোণায় পৌঁছে যাবে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যেই Starlink ভারত সরকার Global Mobile Personal Communication by Satellite (GMPCS) লাইসেন্স দিয়েছে। এই বিষয়ে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
advertisement
2/9
Starlink কী? Elon Musk-এর সংস্থা SpaceX-এর প্রকল্প হল Starlink। যা লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইটের মাধ্যমে হাই-স্পিড ইন্টারনেট প্রদান করে। পৃথিবীর থেকে ৫৪০-৫৭০ কিলোমিটার উপরের কক্ষপথে প্রদক্ষিণ করছে এই স্যাটেলাইটগুলি। এরপর সেগুলি সরাসরি গ্রাহকদের ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেয়। যেখানে মোবাইল নেটওয়ার্ক অথবা ফাইবার ব্রডব্যান্ড ফেসিলিটি পৌঁছতে পারে না, সেখানকার জন্য বিশেষ ভাবে উপযোগী হতে চলেছে এটি।
advertisement
3/9
কীভাবে এটি কাজ করবে? Starlink পরিষেবা পেতে স্মল স্যাটেলাইট ডিশ এবং একটি রাউটারের প্রয়োজন হবে। ডিশটি স্যাটেলাইট থেকে সিগনাল গ্রহণ করবে এবং ঘরে ঘরে পৌঁছে দেবে ইন্টারনেট।
advertisement
4/9
ফিচার: এই ইন্টারনেট দ্রুত গতির (প্রায় ৫০-২২০ এমবিপিএস পর্যন্ত)। যেখানে সাধারণ ইন্টারনেট পৌঁছতে পারে না, সেখানে অনায়াসে এটি পৌঁছে যাবে। ইতিমধ্যেই বিশ্বের ১০০টিরও বেশি দেশে চালু হয়েছে Starlink।
advertisement
5/9
ভারতে Starlink-এর দাম এবং পরিকল্পনা: ডিভাইসের স্টার্টিং প্রাইস: Starlink ইউজার কিট (স্যাটেলাইট ডিশ, রাউটার এবং মোডেম)-এর দাম ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা। এটা অবশ্য পরিষেবার জন্য এককালীন একটা খরচ।
advertisement
6/9
মাসিক খরচ: মাসিক ইন্টারনেট প্ল্যানের দাম হতে পারে ১০০০ টাকা থেকে ৪২০০ টাকার মধ্যে। প্রাথমিক ভাবে আনলিমিটেড ডেটা-সহ মিলবে ৫০-২২০ এমবিপিএস স্পিডের ডেটা। TRAI-এর পরামর্শ, শহরের ব্যবহারকারীদের জন্য মাসিক খরচ হতে পারে ৯৫০ টাকা পর্যন্ত। গ্রামে তা কম হবে, এমনকী বিনামূল্যেও মিলতে পারে।
advertisement
7/9
প্রি-বুকিং: ২০২১ সালেই ভারতে প্রি-বুকিং শুরু করে দিয়েছে Starlink। যার আওতায় ব্যবহারকারীদের ১৭০০ টাকা রিফান্ডেবল ডিপোজিট দিতে হয়েছে। লঞ্চের পরে ব্যবহারকারীদের সম্পূর্ণ কিট এবং পরিষেবার জন্য বাকি টাকা দিতে হবে।
advertisement
8/9
Starlink লঞ্চ প্ল্যান: ২০১৫ সালের শেষের দিকে প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হবে মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং দিল্লি-এনসিআর-এ। ২০২৬-এর প্রথম ত্রৈমাসিকে গোটা দেশে পরিষেবা চালু করার পরিকল্পনা আছে।
advertisement
9/9
মূল লক্ষ্য:১.. ভারতের প্রায় ৬ লক্ষ গ্রামে উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করা।২. স্কুল, হাসপাতাল এবং সরকারি অফিসে ইন্টারনেট সুবিধা প্রদান করা।৩. ডিজিটাল ভারত অভিযানকে সহায়তা প্রদান।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Starlink Satellite Internet Service: খুব শীঘ্রই ভারতে চালু হবে ইলন মাস্কের Starlink! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেট, মাসে আনলিমিটেড ডেটা প্ল্যানে কত খরচ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল