TRENDING:

SMS-এর শেষে কেন লেখা থাকছে P, G, T অথবা S? জেনে নিন, নইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা

Last Updated:
অনেকেই অবাক হয়ে ভাবছেন যে, SMS-এর শেষে কেন এই ইংরাজি অক্ষরগুলি থাকছে! আসলে এই সাফিক্সগুলি নির্ধারণ করছে Telecom Regulatory Authority of India (TRAI)।
advertisement
1/7
SMS-এর শেষে কেন লেখা থাকছে P, G, T অথবা S? জেনে নিন, নইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি
মোবাইলে মেসেজ অথবা SMS এলেই দেখা যাচ্ছে যে, মেসেজের শেষে থাকছে P, T, S এবং G-এর মতো সাফিক্স। অনেকেই অবাক হয়ে ভাবছেন যে, SMS-এর শেষে কেন এই ইংরাজি অক্ষরগুলি থাকছে! আসলে এই সাফিক্সগুলি নির্ধারণ করছে Telecom Regulatory Authority of India (TRAI)। কন্টেন্ট বা বিষয়বস্তু এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে বিভাজন করা হয় SMS মেসেজগুলির। এর মাধ্যমে স্প্যাম এবং স্ক্যাম থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেয় TRAI। তাহলে SMS-এর শেষে থাকা P, T, S এবং G-এর মতো সাফিক্সের অর্থ আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/7
-P-এর অর্থ Promotional সংক্রান্ত মেসেজ: মেসেজের শেষে যদি -P থাকে, এর অর্থ হল- এটি আসলে প্রোমোশনাল মেসেজ। বিজ্ঞাপন অথবা প্রোডাক্ট বা পণ্য অথবা পরিষেবার প্রোমোশন বা প্রচারের জন্য এই মেসেজগুলি ডিজাইন করা হয়েছে। সাধারণত এই মেসেজগুলি আসে সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে।
advertisement
3/7
-S-এর অর্থ Service সংক্রান্ত মেসেজ: মেসেজের শেষে যদি -S থাকে, তাহলে সেটা সার্ভিস সংক্রান্ত মেসেজ বলে গণ্য হবে। অ্যাকাউন্ট আপডেট অথবা গ্রাহকদের সাবস্ক্রাইব করা পরিষেবায় পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞপ্তি সংক্রান্ত মেসেজ এলে তার শেষে -S থাকবে।
advertisement
4/7
-T-এর অর্থ Transactional সংক্রান্ত মেসেজ: মেসেজের শেষে যদি -T লেখা থাকে, তাহলে মেসেজটি Transaction সংক্রান্ত মেসেজ হবে। এর মধ্যে অন্যতম হল - ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি), অর্ডার কনফার্মেশন, শিপিং নোটিফিকেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স আপডেট ইত্যাদি। এই ধরনের মেসেজ যে কোনও সময়ে পাঠানো হতে পারে। এমনকী সাধারণ সময়ের বাইরেও প্রোমোশনাল মেসেজ আসতে পারে। কারণ এতে লেনদেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যা গ্রাহক তাৎক্ষণিক ভাবে পাওয়ার আশা করেন।
advertisement
5/7
-G-এর অর্থ Government সংক্রান্ত মেসেজ: সেজের শেষে যদি -G লেখা থাকে, তাহলে বুঝতে হবে যে, সেই মেসেজগুলি সরকার থেকে পাঠানো হয়েছে। এই মেসেজের মধ্যে থাকতে পারে প্রোমোশনাল হেলথ অ্যানাউন্সমেন্ট, এমার্জেন্সি অ্যালার্ট, সরকারি পরিষেবার আপডেট অথবা অন্যান্য অফিসিয়াল তথ্য। এগুলি আসলে জনসচেতনতার জন্য গুরুত্বপূর্ণ। গুরুত্বের নিরিখে দেখতে গেলে সরকারি মেসেজ অগ্রাধিকারে সবার আগে। তাই তা যে কোনও সময়ে পাঠানো হতে পারে।
advertisement
6/7
মেসেজের শেষে সাফিক্স না থাকলে কী করণীয়? ধরা যাক, গ্রাহকের ফোনে এমন SMS এসেছে, যার শেষে কিছুই লেখা নেই। তাহলে সেটি পার্সোনাল মেসেজ হতে পারে। কিংবা স্ক্যামারের থেকে আসা মেসেজও হতে পারে। এই সাফিক্সের জন্যই স্ক্যামারের মেসেজ শনাক্ত করা অত্যন্ত সহজ।
advertisement
7/7
স্ক্যামাররা কি SMS-এর শেষে P, T, S এবং G লিখতে পারে? না, এটা একেবারেই সম্ভব নয়। কারণ এটা করতে গেলে TRAI-এর কাছ থেকে বিশেষ অনুমোদন নিতে হবে। আর সংশ্লিষ্ট সংস্থাকে এর সঠিক কারণ দিতে হবে। সেই কারণে স্ক্যামাররা তা করতে পারবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
SMS-এর শেষে কেন লেখা থাকছে P, G, T অথবা S? জেনে নিন, নইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল