TRENDING:

Smartphone Hacks: সাবধান! ফোনের কভারে টাকা রেখেছেন? আপনি জানেন না কী ভয়ানক সর্বনাশ ডেকে আনছেন

Last Updated:
Smartphone Hacks: ফোনের পিছনে টাকা রাখলে আপনি আপনার সর্বনাশ ডেকে আনছেন। জানেন এই ফোনের পিছনে টাকা রাখলে কি হয়।
advertisement
1/6
সাবধান! ফোনের কভারে টাকা রেখেছেন? আপনি জানেন না কী ভয়ানক সর্বনাশ ডেকে আনছেন
একটা সময় ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদি ছিল সর্বক্ষণের সঙ্গী। এখন স্মার্টফোন তাদের জায়গা দখল করে নিয়েছে। ক’টা বাজে দেখার জন্য আর কেউ কবজির দিকে তাকায় না, পকেট থেকে স্মার্টফোন বের করে। হিসেব করার জন্যও দরকার হয় না ক্যালকুলেটরের।
advertisement
2/6
আরও একটা জিনিস প্রায় উঠে যেতে বসেছে, সেটা হল মানিব্যাগ বা পার্স। নগদ লেনদেন অনেক কমে গিয়েছে। এখন অনলাইনেই প্রায় সব পেমেন্ট হয়। যেটুকু নগদ দরকার হয়, সেটা থাকে স্মার্টফোনের ব্যাক কভারে। ১০, ২০ থেকে শুরু করে ১০০, ৫০০ টাকার নোট। এমনকী ডেবিট বা ক্রেডিট কার্ডও। কিন্তু এটা মারাত্মক ক্ষতিকর।
advertisement
3/6
স্মার্টফোন চালালে তাপ উৎপন্ন হয়। বিশেষ করে ভিডিও দেখার সময়। তাছাড়া গেমিংয়ের সময় বা দীর্ঘক্ষণ গান শুনলেও ফোন গরম হয়ে যায়। প্রসেসর চলার কারণেই এই তাপ উৎপন্ন হয়। আর ফোনে যদি ব্যাক কভার লাগানো থাকে, তাহলে সেই তাপ ভিতরে আটকে যেতে পারে। ব্যাক কভারের নীচে টাকা বা কাগজ রাখলে ফোনের তাপ বাইরে বেরতে পারে না। ফলে ফোন আরও গরম হয়। ফোন বেশি গরম হয়ে গেলে বিস্ফোরণও হতে পারে। তাই এই অভ্যাস বদলানোই ভাল!
advertisement
4/6
তাছাড়া নেটওয়ার্কের সমস্যা হতে পারে। অধিকাংশ স্মার্টফোনের অ্যান্টেনা উপরের দিকে থাকে। তাই ব্যাক কভারে টাকা বা কার্ড রাখলে সিগন্যালের সমস্যা হতে পারে। কার্ডে যদি সেন্সর বা চিপ থাকে, তাহলে তো কথাই নেই। স্মার্টফোনের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব পড়ে। ডিভাইসের আয়ু কমে যায়।
advertisement
5/6
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের ব্যাক কভার না লাগানোই ভাল। টাকা বা কার্ড রাখা তো দূরের কথা। এই অভ্যাস ক্ষতিকর। স্মার্টফোনের জন্য তো বটেই, ইউজারের জন্যও। টাকা বা কার্ড রাখার জন্য ওয়ালেট বা কার্ড হোল্ডার ব্যবহার করা উচিত। স্মার্টফোন নিরাপদে থাকবে আর ইউজারও।
advertisement
6/6
স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাক কভার খুলে ফেলতে হবে। বন্ধ রাখতে হবে ইন্টারনেট। এতেও যদি কাজ না হয়, তাহলে ফোন স্যুইচ অফ করে রাখা ছাড়া উপায় নেই। ফোন ঠান্ডা হলে তবেই অন করা উচিত। তার আগে নয়। মাথায় রাখতে হবে, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং যত্ন নেওয়া প্রয়োজন। তবেই দীর্ঘদিন সচল থাকবে। বারবার খারাপ হওয়ার সম্ভাবনাও কমবে। টাকা বাঁচবে। আখেরে লাভ হবে ইউজারেরই।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartphone Hacks: সাবধান! ফোনের কভারে টাকা রেখেছেন? আপনি জানেন না কী ভয়ানক সর্বনাশ ডেকে আনছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল