AC-Fan: মুহূর্তে ১২ ডিগ্রি কমবে ঘরের তাপমাত্রা, নতুন এই ফ্যানে এসির ঠান্ডা, নামমাত্র দামে আজই কিনুন
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
AC-Fan: এই ফ্যান অন করলেই ১২ ডিগ্রি কমে যাবে তাপমাত্রা, নতুন ফ্যানে মিলবে রিমোট কন্ট্রোল সুবিধা।
advertisement
1/9

*প্রবল তাপপ্রবাহ শুরু হয়েছে দেশ জুড়ে। আর সূর্যের প্রখর তাপে রীতিমতো হাঁসফাঁস করছে মানুষ। এমন পরিস্থিতিতে ফ্যানের হাওয়া থেকেও যেন ঝরছে আগুন। কুলারের হালও প্রায় বেহাল। ফলে এসি ছাড়া গতি নেই। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*কিন্তু এসি কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। সেক্ষেত্রে উপায়? এসে গিয়েছে একটি ফ্যান। যা দ্রুত ঘর ঠান্ডা করে দিতে পারে। এখানেই শেষ নয়, এই ফ্যানের মধ্যে আবার রয়েছে স্মার্ট ফিচারও। এই ফ্যানটি হল Orient Cloud 3! সংগৃহীত ছবি।
advertisement
3/9
*এই ফ্যানের নির্মাতা সংস্থার দাবি, এই ফ্যানটি ঘরের তাপমাত্রা ১২ ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম। আর সবথেকে বড় কথা হল, এই ফ্যান চললে কোনও রকম আওয়াজ হবে না। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*স্মার্ট ফ্যানের যুগে এই ফ্যানে দেওয়া হয়েছে রিমোট কন্ট্রোলের সুবিধাও। এর মাধ্যমেই অন-অফ কিংবা স্পিড নিয়ন্ত্রণ করা সম্ভব। আর লুক এবং ডিজাইনের দিক থেকেও অসাধারণ। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*এ বার একে একে জেনে নেওয়া যাক এই স্মার্ট ফ্যানের ফিচার এবং স্পেসিফিকেশনের বিষয়ে। Orient Cloud 3 স্মার্ট ফ্যানটি আসলে লম্বা আকৃতির একটি স্ট্যান্ডিং ফ্যান। এর মধ্যে থাকে ক্লাউডচিল টেকনোলজি। এই ফ্যানে রয়েছে বিল্ট-ইন ক্লাউড চেম্বার। যা জলকে মেঘের মতো ন্যানো পার্টিকেলে পরিণত করে। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ৪.৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি ওয়াটার ট্যাঙ্ক রয়েছে Orient Cloud 3 ফ্যানে। এই ট্যাঙ্কের মধ্যে বরফও যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। আর বরফ গলে এলে ঠান্ডা ভাবটা আরও বাড়তে থাকে। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*প্রায় ৮ ঘণ্টা মতো পরিষেবা দেওয়া এই ফ্যানটি ৩০ ডিগ্রি সাইড-টু-সাইড ঘুরতে পারে। আর ১০ ডিগ্রি পর্যন্ত অ্যাডজাস্টেবল হেড টিল্টের সুবিধাও রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*ফ্যান নির্মাতা সংস্থার বক্তব্য, বিশেষ বিশেষ কিছু অবস্থায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। আসলে Cloud 3 ফ্যানে রয়েছে এরোডায়নামিক্যালি ডিজাইন করা প্রপেলারও। যা ঘরের তাপমাত্রা কমিয়ে দেয়। আর রিমোটের মাধ্যমে কুলিং স্পিড, ফ্যান স্পিড, অ্যারোমা (যদি যোগ করা হয়ে থাকে), টাইমার এবং স্যুইং মোড বেছে নেওয়া সম্ভব। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*তবে এহেন স্মার্ট ফ্যানের দামটা অন্যান্য ফ্যান কিংবা কুলারের তুলনায় একটু বেশি। তবে এসি-র থেকে Orient Cloud 3 ফ্যানের মূল্য অনেকটাই কম। এই ফ্যান কিনতে গেলে খরচ করতে হবে ১২২৪৯ টাকা। যদিও এই ফ্যানের এমআরপি ১৫৯৯৯ টাকা। সংগৃহীত ছবি।