মাত্র ১১ হাজার টাকা দিলেই বাড়িতে 'বুলেট'! Royal Enfield এমন অফার দিচ্ছে প্রথমবার
- Published by:Suman Majumder
Last Updated:
Royal Enfield classic 350: ১১ হাজার টাকা দিলেই বাড়িতে রয়্যাল এনফিল্ড-এর এই দুর্দান্ত বাইক! হিসেবটা বুঝে নিন।
advertisement
1/5

Royal Enfield classic 350 কেনার পরিকল্পনা থাকলে এটাই সেরা সময়। এবার মোট মূল্যের ৯০ শতাংশ ফিনান্স করার সুযোগ দিচ্ছে সংস্থা।
advertisement
2/5
মাত্র ১১ হাজার টাকা দিলেই বাড়িতে আনতে পারবেন বুলেট। পাঁচ বছরের জন্য সর্বোচ্চ ফিনান্স করানো যেতে পারে। ৬০ মাস। ৪৫৫৭ টাকা করে প্রতি মাসে। তবে আরও বেশ কয়েকটি স্কিম রয়েছে।
advertisement
3/5
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর দাম ১,৯০,২২৯ টাকা(এক্স শোরুম)। ৬টি ভ্যারিয়েন্ট ও ১৫টি রঙে পাওয়া যায় এই মডেল।
advertisement
4/5
349 cc BS6 ইঞ্জিন। 20.2 bhp পাওয়ার ও 27 Nm টর্ক। ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে এই মডেলে।
advertisement
5/5
২০২১ সালে রয়্যাল এনফিল্ড ৩৫০ একেবারে নতুন লুকে লঞ্চ করে। বেশ কিছু মেকানিকাল চেঞ্জ হয়েছিল। ১৯৫ কেজি ওজন এই বাইকের। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১৩ লিটার।