TRENDING:

Reliance Jio: একবার রিচার্জ করলে গোটা বছর আর চিন্তা নেই! JIO-র এই প্ল্যানে বিপুল লাভ

Last Updated:
Reliance Jio: জিও-র এমন কিছু রিচার্জ প্ল্যান আছে, যেগুলির মেয়াদ প্রায় এক বছরের। জেনে নিন সেই প্ল্যানগুলির সম্পর্কে।
advertisement
1/8
একবার রিচার্জ করলে গোটা বছর আর চিন্তা নেই! JIO-র এই প্ল্যানে বিপুল লাভ
নয়া দিল্লি: গ্রাহকদের জন্য একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে আসছে রিলায়েন্স জিও। জিও-র এমন কিছু রিচার্জ প্ল্যান আছে, যেগুলির মেয়াদ প্রায় এক বছরের। জেনে নিন সেই প্ল্যানগুলির সম্পর্কে। প্রতীকী ছবি
advertisement
2/8
Jio-এর ২,৫৪৫ টাকার প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন। অর্থাৎ, গ্রাহক যদি একবার রিচার্জ করেন, তাহলে তা ১১ মাস ৬ দিন আরামে চালানো যাবে। প্রতীকী ছবি
advertisement
3/8
ডেটা হিসাবে, এই প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ এই প্ল্যানে আপনাকে মোট ৫০৪ জিবি ডেটা দেওয়া হবে। প্রতীকী ছবি
advertisement
4/8
এই প্ল্যানে Jio গ্রাহকদের আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন বিনামূল্যে ১০০টি এসএমএস করা যাবে। প্রতীকী ছবি
advertisement
5/8
এই প্ল্যানের অন্যান্য সুবিধা যেমন JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud সহ Jio অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। প্রতীকী ছবি
advertisement
6/8
Jio-এর বার্ষিক ২৫৪৫ টাকার প্ল্যান যদি ১১ মাসের খরচ অনুযায়ী ভাগ করা হয়, তাহলে প্রতি মাসের খরচ প্রায় ২৩১ টাকা। প্রতীকী ছবি
advertisement
7/8
Jio-এর ২৮৭৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩৬৫ দিনের বৈধতা পাবেন। অর্থাৎ এর মেয়াদ গোটা এক বছরের জন্য। প্রতীকী ছবি
advertisement
8/8
এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। বাকি সুবিধাগুলি আগের রিচার্জ প্ল্যানের মতোই আছে। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Reliance Jio: একবার রিচার্জ করলে গোটা বছর আর চিন্তা নেই! JIO-র এই প্ল্যানে বিপুল লাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল