Reliance Jio: গ্রাহকদের জন্য লা জবাব অফারের বৃষ্টি, কম পয়সায় রিচার্জের সুযোগ, সঙ্গে নানা সুবিধার ‘মওকা হি মওকা’
- Published by:Debalina Datta
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Reliance Jio: প্রিপেড প্ল্যানের উপর দারুণ আকর্ষণীয় সব অফার; অষ্টম বর্ষপূর্তিতে গ্রাহকদের জন্য বিশেষ উপহারের কথা ঘোষণা করল Reliance Jio বাছাই করা কিছু প্রিপেড প্ল্যানের উপর বিশেষ অফার পেতে পারেন সাবস্ক্রাইবাররা। সেই সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশনের উপর ৭০০ টাকার উপর সুবিধা, স্পেশাল মেম্বারশিপ এবং আরও নানা সুবিধাও পেয়ে যেতে পারেন তাঁরা।
advertisement
1/5

মহা ধুমধাম করে অষ্টম বর্ষপূর্তি পালন করছে Reliance Jio। ফলে সংস্থার তরফে দেশের প্রিপেড ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে বিশেষ অফার। বাছাই করা কিছু প্রিপেড প্ল্যানের উপর বিশেষ অফার পেতে পারেন সাবস্ক্রাইবাররা।
advertisement
2/5
সেই সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশনের উপর ৭০০ টাকার উপর সুবিধা, স্পেশাল মেম্বারশিপ এবং আরও নানা সুবিধাও পেয়ে যেতে পারেন তাঁরা। ভারতে এই সময় জিও-র গ্রাহক সংখ্যা ৪৯০ মিলিয়নেরও বেশি। সাশ্রয়ী মূল্যে হাই-স্পিড ডেটা এবং সার্ভিস প্রদান করে এই সংস্থা দেশের টেলিকম নেটওয়ার্কের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।
advertisement
3/5
জিও-র অষ্ট বর্ষপূর্তির অফার - কী কী পেয়ে যাবেন গ্রাহকরা৫ থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে যদি জিও ব্যবহারকারীরা রিচার্জ করেন, তাহলে তাঁরা ৭০০ টাকা মূল্যে তিনটি বেনিফিট পেয়ে যাবেন। যদি কেউ এই সময় ৮৯৯ টাকা ও ৯৯৯ টাকার কোয়ার্টার্লি প্ল্যান এবং ৩৫৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যান নিয়ে থাকেন, তাহলে এই সুবিধাগুলি পাওয়া যাবে। তাহলে দেখে নেওয়া যাক কী কী সুবিধা পাওয়া যাবে!
advertisement
4/5
জিও-র ৮৯৯ টাকা এবং ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানে দৈনিক ২ জিবি করে ডেটা লিমিট পাওয়া যাবে। তবে এর ভ্যালিডিটি যথাক্রমে ৯০ দিন এবং ৯৮ দিন। আর ৩৫৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যানে পাওয়া যায় দৈনিক ২.৫ জিবি করে ডেটা লিমিট। এর ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিন।
advertisement
5/5
এইসব প্ল্যানের উপর স্পেশাল রিচার্জ অফারে একাধিক বেনিফিট পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল ১০টি ওটিটি অ্যাপে সাবস্ক্রিপশন এবং ২৮ দিনের ভ্যালিডিটি-সহ ১০ জিবি ডেটা প্যাক। যার মূল্য ১৭৫ টাকা। এর পাশাপাশি ৩ মাসের জন্য জোম্যাটো গোল্ড মেম্বারশিপ মিলবে একেবারে বিনামূল্যে। এছাড়া AJIO-তে ২৯৯৯ টাকার কেনাকাটার উপর ৫০০ টাকার ভাউচার পাওয়া যাবে।