TRENDING:

৩০ লাখ মানুষ কিনেছেন এই ফোন! মাত্র ১০০ দিনে! হাজার টাকা দামও কমেছে এখন

Last Updated:
Redmi 12 5G Price slash: বাজার কাঁপাচ্ছে এই ফোন। দামও কম। এখনই ৩০ লাখ মানুষ ব্যবহার করছেন ভারতে।
advertisement
1/6
৩০ লাখ মানুষ কিনেছেন এই ফোন! মাত্র ১০০ দিনে! হাজার টাকা দামও কমেছে এখন
শাওমি সস্তায় ফোন বিক্রির জন্য জনপ্রিয়। তাই ভারতের বাজারে তাদের ফোনের বিক্রিও বেশ ভাল। সবরকম রেঞ্জে গ্রাহকদের জন্য ফোন আছে শাওমির। রেডমি ফোনের জনপ্রিয়তা গত কয়েক বছরে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
advertisement
2/6
তবে জানেন কি, এখন বাজার কাঁপাচ্ছে শাওমির এই ফোন। রেডমি টুয়েলভ ফাইভ জি। সস্তায় দারুন ফোন। এখন আবার হাজার টাকা কম দামেও কিনতে পারবেন এই ফোন।
advertisement
3/6
এই ফোনটি ক্রিস্টাল গ্লাস ডিজাইনে পাবেন। দাম 11,499 টাকা। সব থেকে ভাল কথা হল, গ্রাহকরা যদি পেমেন্টের জন্য HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করেন তবে 1,000 টাকার তাত্ক্ষণিক ছাড়ে এই ফোনটি পাবেন৷
advertisement
4/6
Xiaomi ইন্ডিয়া সম্প্রতি দামের ব্যাপারে এই তথ্য জানিয়েছে। Redmi 12 5G 4GB RAM এবং 128GB স্টোরেজ এবং 6GB + 128GB ভেরিয়েন্টে পাবেন।
advertisement
5/6
এই ফোনে একটি 6.79-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। বিশেষ বিষয় হল এর ডিসপ্লের তিন দিকে পাতলা বেজেল সহ একটি পাঞ্চ-হোল নচ ডিজাইন রয়েছে। ফোনের মডেমে বেজেল একটু মোটা দেখায়।
advertisement
6/6
Redmi 12 5G-তে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2-মেগাপিক্সেল ডেপথ্ ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। 5G ভেরিয়েন্টে 5000mAh ব্যাটারি রয়েছে। Type C USB পোর্টের মাধ্যমে 18W চার্জিং সাপোর্ট করবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
৩০ লাখ মানুষ কিনেছেন এই ফোন! মাত্র ১০০ দিনে! হাজার টাকা দামও কমেছে এখন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল