Realme Phone: এই পরিস্থিতিতে চিনা সুপারহিট Realme GT7, GT7-T-র দাম কি অনেকটা কমে যাবে? সস্তায় পুষ্টিকর স্মার্টফোনে আরও কী নতুন ফিচার? তথ্য ফাঁস
- Published by:Pooja Basu
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
এই ফোন দুটি ছাড়াও Realme Buds Air 7 Pro TWS ইয়ারবাডস আবার সংযুক্ত আরব আমিরশাহির TRDA অথরিটির কাছ থেকে অনুমোদন লাভ করেছে। ওই লিস্টিং থেকে আরও জানা গিয়েছে যে, এর মডেল নম্বর হবে
advertisement
1/7

Realme তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে অন্য একটি প্রতিদ্বন্দ্বীকে লঞ্চ করার জন্য প্রস্তুত Realme। আসলে আন্তর্জাতিক বাজারে GT7 লঞ্চ করতে চলেছে এই সংস্থা। ইতিমধ্যে প্রাপ্ত চিনা GT7-এর থেকে এর লুক একেবারেই আলাদা। পূর্বের জল্পনা অনুযায়ী, গ্লোবাল GT7-কে অনেকটা NEO 7-এর মতো কায়দায় রিব্র্যান্ড করা হতে পারে।
advertisement
2/7
আসলে BIS সার্টিফিকেশন থেকেই এই জল্পনার উৎপত্তি। আসলে ফোন সেলের জন্য পিচ করার আগে এটি করা হয়ে থাকে। জল্পনায় আরও দাবি যে, GT7 আবার Mediatek Dimensity 9300+ SOC দ্বারা চালিত হতে পারে। যেখানে Gt7T চালিত হতে পারে Dimensity 8400 দ্বারা।
advertisement
3/7
GT7-এ থাকতে পারে ১২ জিবি RAM। আর Gt7T-তে থাকতে পারে ৮ জিবি RAM। রাইট আউট অফ দ্য বক্স-এর এই দুই ফোনই চলবে Android 15 দ্বারা। আর এটি ১২০ ওয়াট ফাস্ট ওয়্যায়ার্ড চার্জিং সাপোর্ট করবে। যদিও এ নিয়ে আরও কোনও তথ্য ফাঁস হয়নি। কিন্তু মনে করা হচ্ছে যে, দেশের জন্য ইতিমধ্যেই GT7 সিরিজের পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে Realme। খুব শীঘ্রই এই ফোন আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে।
advertisement
4/7
Realme GT7 এবং GT7T BIS সার্টিফায়েড:ফাঁস হওয়া স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে যে, ভারতে RMX5061 এবং RMX5085 মডেল নম্বর-সহ আসন্ন Realme ডিভাইসগুলি BIS সার্টিফিকেশন পাবে। আগের খবরে বলা হয়েছিল যে, Realme GT7 এবং Realme GT 7T মার্কেটে এলে তা ওই সার্টিফিকেশন পাবে।
advertisement
5/7
এই ফাঁস হওয়া তথ্যকে সাহায্য করেছে Geekbench-এর লিস্টিং। যা গত মাসে পুনরাবৃত্তি করে জানানো হয়েছিল যে, এই ফোনে থাকতে পারে ১২ জিবি RAM এবং Android 15-সহ Dimensity 9300 Plus Chip।
advertisement
6/7
আবার TUV সার্টিফিকেশন থেকে জানা গিয়েছিল যে, উভয় ডিভাইসেই মিলবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। বেশ কিছু নির্দিষ্ট তথ্য সামনে এসেছে, তবে এই ফোনের বিষয়ে অন্যান্য স্পেসিফিকেশন এখনও ফাঁস হয়নি। বরং তা গোপন রাখা হয়েছে।
advertisement
7/7
এই ফোন দুটি ছাড়াও Realme Buds Air 7 Pro TWS ইয়ারবাডস আবার সংযুক্ত আরব আমিরশাহির TRDA অথরিটির কাছ থেকে অনুমোদন লাভ করেছে। ওই লিস্টিং থেকে আরও জানা গিয়েছে যে, এর মডেল নম্বর হবে RMA2407। আর স্পেসিফিকেশনের প্রমাণ মিলেছে, কারণ ইতিমধ্যেই চিনে পাওয়া যাচ্ছে এই বাডস। এই বাডসে রয়েছে ড্যুয়াল ড্রাইভার এবং ৫৩ডিবি এএনসি। থাকবে ড্যুয়াল ডিভাইস কানেক্টিভিটিও।