TRENDING:

Realme C51: বাজারে আসছে Realme C51 ফোন! কেন বলা হচ্ছে ‘চার্জিং-এর চ্যাম্পিয়ন’? জানুন

Last Updated:
Realme ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন Realme C51। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সমস্ত খুঁটিনাটি বিষয়।
advertisement
1/5
বাজারে আসছে Realme C51 ফোন! কেন বলা হচ্ছে ‘চার্জিং-এর চ্যাম্পিয়ন’? জানুন
বর্তমানে আমাদের সকলের কাছেই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল স্মার্টফোন। এই স্মার্টফোন ছাড়া এখন এক মুহূর্তও চলা সম্ভব নয়। কারণ দৈনন্দিন কাজ থেকে শুরু করে অফিসের কাজও এখন স্মার্টফোনের মাধ্যমে করা সম্ভব। স্মার্টফোনের মাধ্যমে সবজি বাজার থেকে শুরু করে বিভিন্ন জিনিস ক্রয় করা এবং এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো থেকে বিভিন্ন টিকিট বুক করা সম্ভব।
advertisement
2/5
এই কারনে এখন স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। ভারতের বাজারে বিভিন্ন কোম্পানি লঞ্চ করে চলেছে একটার পর একটা স্মার্টফোন। এর মধ্যে রয়েছে বাজেট ফোন থেকে শুরু করে দামি ফোন। এরই মধ্যে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড Realme ভারতে তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Realme ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন Realme C51। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সমস্ত খুঁটিনাটি বিষয়।
advertisement
3/5
বিগত সপ্তাহে Realme কোম্পানি ভারতে Realme C51 ফোনের লঞ্চের বিষয়ে একটি টিজার প্রকাশ করেছিল। আজ ব্র্যান্ড ঘোষণা করেছে যে, ভারতে সেপ্টেম্বর মাসের ৪ তারিখে লঞ্চ করা হবে Realme C51 ফোন। Realme C51 ফোনকে ভারতে "চার্জিং কা চ্যাম্পিয়ন" বলা হচ্ছে। অর্থাৎ এর অর্থ এই ফোনে খুব কম সময়ে বেশি চার্জ দেওয়া যাবে। জানা গিয়েছে যে, C51 ফোনে ৩৩W SuperVOOC চার্জিং সমর্থন থাকতে পারে, যা এর ৫০০০ mAh ব্যাটারি ২৮ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত পূরণ করবে। Realme C51 ফোন অন্য কিছু দেশে ইতিমধ্যেই উপলব্ধ।
advertisement
4/5
ভারতের বাইরে লঞ্চ হওয়া Realme C51 ফোনের বাকি ফিচারের মধ্যে রয়েছে Unisoc Tiger T612 SoC, ৪জিবি RAM, ১২জিবি পর্যন্ত স্টোরেজ এবং Android 13-ভিত্তিক Realme UI T। এটি ৫MP-এর জন্য একটি নচ-সহ একটি ৬.৭৪ ইঞ্চির FullHD প্লাস ৯০Hz LCD প্যাক করে। এই স্মার্টফোনটি মিনি ক্যাপসুল ফিচার-সহ আসে, যা আমরা প্রথম মার্চ মাসে লঞ্চ হওয়া Realme C55-এ দেখেছি।
advertisement
5/5
Realme C51 ফোনের ব্যাকে একটি ৫০MP প্রাথমিক ক্যামেরা রয়েছে, যা একটি গভীর সেন্সর যুক্ত। এটিতে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট রিডারও রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে এটি একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ইউএসবি-সি এবং এনএফসি। Realme C51 ফোনের আরও ফিচার এবং দাম সম্পর্কে জানতে আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Realme C51: বাজারে আসছে Realme C51 ফোন! কেন বলা হচ্ছে ‘চার্জিং-এর চ্যাম্পিয়ন’? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল