TRENDING:

Price Of Aeroplane: বাইক থেকে গাড়ির দাম কে না জানে...! কিন্তু একটি আস্ত 'বিমানের' দাম কত বলুন তো? ৯৯% মানুষই হোঁচট খাবেন প্রশ্ন শুনে! আপনার জানা আছে উত্তর?

Last Updated:
Price Of Aeroplane || General Knowledge Story: আপনি কি কখনও ভেবে দেখেছেন যে একটি বিশাল আকারের বিমান আকাশে উড়তে কত টাকা খরচ হবে?
advertisement
1/9
বাইক থেকে গাড়ির দাম কে না জানে...! কিন্তু একটি আস্ত 'বিমানের' দাম কত বলুন তো?
আজকাল যেকোনও জায়গায় ভ্রমণ আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছে। এর জন্য বাইক-কার থেকে বাস-ট্রেন-ট্যাক্সি পর্যন্ত মাধ্যম রয়েছে। পাশাপাশি এক শহর থেকে অন্য শহর বা এক দেশ থেকে অন্য দেশে যেতে বিমানের সাহায্যও নিতে পারেন। বড় বড় ব্যবসায়ীরা এমনকি যাতায়াতের জন্য ব্যক্তিগত বিমানও রাখেন।
advertisement
2/9
বাইক, কার এবং বাসের খরচ সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে একটি বিশাল আকারের বিমান আকাশে উড়তে কত টাকা খরচ হবে? নিঃসন্দেহে বেশিরভাগ মানুষের কাছেই এই প্রশ্নের উত্তর থাকবে না। তবে আজ এই প্রতিবেদনে বিমানের খরচ নিয়ে তুলে ধরা হচ্ছে বিস্তারিত তথ্য।
advertisement
3/9
প্লেন অর্ডার অনুযায়ী তৈরি করা হয়: প্রথমেই বলে রাখি যে বিমানের কোনও নির্দিষ্ট মূল্য হয় না। অর্ডার অনুযায়ী তৈরি করা হয় এক একটি এরোপ্লেন। তাদের আকার, সরঞ্জাম এবং তাদের ইনস্টল করা সুবিধার উপর নির্ভর করে, তাদের খরচ কম বা বেশি কেমন হতে চলেছে সেই বিষয়টি।
advertisement
4/9
আপনি যদি ৬ জনের বসার ক্ষমতার ছোট সাইজের একটি প্লেন কিনবেন ভেবে থাকেন, তবে তার খরচ কম হবে। অন্যদিকে ৩০০ জনের বসার ক্ষমতার একটি বিমানের খরচ হবে তার চেয়ে বহু বহুগুণ বেশি।
advertisement
5/9
দামি হওয়ার পেছনে বড় কারণ বিমানের উচ্চমূল্যের পেছনের কারণ মূলত, অত্যাধুনিক প্রযুক্তি, মেশিন এবং এটি তৈরিতে জড়িত কায়িক শ্রম এই বিষয়গুলির উপর ভিত্তি করে নির্ধারিত হয়।
advertisement
6/9
আমেরিকার মতো বিশ্বের কয়েকটি দেশেই এই প্রযুক্তি রয়েছে। যে কারণে প্লেন তৈরির কত ব্যবসায় এই দেশগুলির একচেটিয়া আধিপত্য রয়েছে এবং তারা বিশ্বের কাছে এই বিমানগুলি চড়া দামে বিক্রি করে।
advertisement
7/9
তাতে মোটা মুনাফা হয় মার্কিন সংস্থাগুলির। ফলত বিমানের মূল্য হয় আকাশছোঁয়া। যদিও উল্লেখ্য, এখন ভারত-সহ বেশ কয়েকটি দেশ বিমান তৈরির প্রযুক্তির বিকাশে নিযুক্ত রয়েছে। তবে এখনও অনেক সময় লাগবে এই প্রযুক্তিতে উৎকর্ষতা অর্জন করতে।
advertisement
8/9
প্রসঙ্গত, ভারতের আকাশে সব ধরনের বিমান চলাচল করে। ৬-সিটার প্লেন থেকে শুরু করে বিশাল গ্লোবমাস্টার-এর মতো প্লেনগুলিও দেখা যায়। এই ধরণের বিমানগুলি ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত হয়।
advertisement
9/9
 দেশের নামি শিল্পপতিরা মাঝারি আকারের প্লেন ব্যবহার করেন। তাঁদের কর্মীরাও এই প্লেনে চড়েন। এসব প্রাইভেট প্লেনে খাবার, পানীয়, বিনোদন এমনকি ঘুমানোর জন্য বিছানারও ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Price Of Aeroplane: বাইক থেকে গাড়ির দাম কে না জানে...! কিন্তু একটি আস্ত 'বিমানের' দাম কত বলুন তো? ৯৯% মানুষই হোঁচট খাবেন প্রশ্ন শুনে! আপনার জানা আছে উত্তর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল