TRENDING:

WhatsApp ডেক্সটপে ভয়েস নোট সংক্রান্ত নতুন ফিচার, জেনে নিন কীভাবে করবে কাজ

Last Updated:
Windows বিটা ব্যবহারকারীদের জন্য ভয়েস নোট দেড় থেকে দু’গুণ গতিতে শুনতে পাওয়ার ব্যবস্থা করেছে WhatsApp
advertisement
1/7
WhatsApp ডেক্সটপে ভয়েস নোট সংক্রান্ত নতুন ফিচার, জেনে নিন কীভাবে করবে কাজ
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য WhatsApp-এ একটি নতুন বৈশিষ্ট্য আসছে। এর ফলে, ব্যবহারকারীরা দেড় থেকে দু’গুণ গতিতে অডিও বার্তা শুনতে পারবেন। যদিও এই বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই Android এবং iOS সংস্করণে রয়েছে।
advertisement
2/7
বিশেষ আপডেটের মধ্যে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটা নতুন ফিচার নিয়ে এসেছে WhatsApp। উইন্ডোজ বিটা ব্যবহারকারীদের জন্য ভয়েস নোট দেড় থেকে দু’গুণ গতিতে শুনতে পাওয়ার ব্যবস্থা করেছে WhatsApp।
advertisement
3/7
Windows-এর জন্য WhatsApp বিটা 2.221.0.0-এ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ভিন্ন সংস্করণে পরে তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/7
নিজের কম্পিউটার বা ল্যাপটপে এই বৈশিষ্ট্যটি আছে কি না, তা পরীক্ষা করতে একটি ভয়েস নোট চালানোর চেষ্টা করা যেতে পারে। প্লেব্যাক স্পিড বোতামটি দেখতে পাওয়ার মানে হল এই বৈশিষ্ট্যটি ব্যবহার করা যেতে পারবে।
advertisement
5/7
যদিও WhatsApp-এর এই ভয়েস নোট স্পিড-আপ বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড এবং iOS ব্যবহারকারীদের জন্য প্রথম থেকেই রয়েছে।
advertisement
6/7
WhatsApp আরও একটি নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে, যা বিশেষভাবে গ্রুপগুলোর জন্য। জানা গিয়েছে যে WhatsApp শীঘ্রই একটি আপডেট নিয়ে আসছে, যাতে ১০২৪ জন অংশগ্রহণকারীকে গ্রুপে যুক্ত করা যাবে।
advertisement
7/7
WhatsApp একটি ডকুমেন্ট ক্যাপশন ফিচার নিয়েও কাজ করছে, যা ব্যবহারকারীদের চ্যাট করার সময় শেয়ার করা ফাইলের ক্যাপশন দিতে সক্ষম করবে। WhatsApp ক্রমাগত Android এবং iOS উভয় ব্যবহারকারীদের জন্য অনেক বৈশিষ্ট্যযুক্ত বিটা ফিচার পরীক্ষা করছে। এই ক্যাপশন ফিচারের বিশেষ বৈশিষ্ট্য হল এর অধীনে ব্যবহারকারীরা সার্চ অপশন ব্যবহার করে চ্যাটে শেয়ার করা ডকুমেন্ট বা ফাইল সহজেই খুঁজে পাবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp ডেক্সটপে ভয়েস নোট সংক্রান্ত নতুন ফিচার, জেনে নিন কীভাবে করবে কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল