TRENDING:

Mini USB Fridge: গরমকে করুন জব্দ! কারেন্ট ছাড়াই চলবে ফ্রিজ, যেখানেই যান, সঙ্গে নিয়ে যান

Last Updated:
Mini USB Fridge: ব্যাগের ভিতর রেফ্রিজারেটরটি ভরে নিয়ে বেরতে পারলে ভাল হত! আসলে এমন ফ্রিজও চাইলে পাওয়া যায় বাজারে। আর সেই ফ্রিজ কাজ করে বিদ্যুৎ ছাড়াই।
advertisement
1/10
গরমকে করুন জব্দ! কারেন্ট ছাড়াই চলবে ফ্রিজ, যেখানেই যান, সঙ্গে নিয়ে যান
গরমে পুড়ছে দেশ। এরই মধ্যে সামান্য স্বস্তি খোঁজার চেষ্টা করছেন সকলে। এমন কিছু গ্যাজেট রয়েছে, যা, সাশ্রয়ী এবং সহজে স্বস্তি দিতে পারে।
advertisement
2/10
যাঁরা এই গরম থেকে সামান্য স্বস্তি পেতে চাইছেন, খুঁজছেন নতুন ও সহজ কোনও উপায় তাঁদের জন্য এই গ্যাজেটটি ভাল বিকল্প হতে পারে। কম খরচে বাড়িতে নিয়ে আসা যেতে পারে একটি পোর্টেবল ফ্রিজ। যার সুবিধা অনেক।
advertisement
3/10
গোটা দেশ জুড়েই গরম বাড়ছে। এপ্রিলের শুরুতে কার্শিয়াং-এর সর্বোচ্চ তাপমাত্রা অবাক করে দিয়েছিল সকলকে। দক্ষিণবঙ্গ জ্বলছে। এমন আবহাওয়ায় মানুষ সব কিছু ঠাণ্ডা খেতে পছন্দ করে। একটু শীতলতায় থাকতে চান সকলেই।
advertisement
4/10
দীর্ঘদিন ধরেই ঠান্ডা জলের জন্য ফ্রিজ ব্যবহার করা হচ্ছে। কিন্তু তাপমাত্রা এমনই প্রবল যে বাড়ি থেকে ঠান্ডা বোতল নিয়ে বেরলে, কিছুক্ষণের মধ্যেই তা গরম হয়ে যাচ্ছে। কী উপায়! ব্যাগের ভিতর রেফ্রিজারেটরটি ভরে নিয়ে বেরতে পারলে ভাল হত!
advertisement
5/10
আসলে এমন ফ্রিজও চাইলে পাওয়া যায় বাজারে। আর সেই ফ্রিজ কাজ করে বিদ্যুৎ ছাড়াই। জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
6/10
হ্যাঁ, পোর্টেবল মিনি ইউএসবি ফ্রিজ পাওয়া যায় Amazon, Flipkart-এর মতো ই-কমার্স সংস্থায়। যা খুব সহজ করে দিতে পারে এই গ্রীষ্মের দহন পরিস্থিতি। সুবিধাজনক ছোট্ট এই ফ্রিজটি USB-চালিত। এই ফ্রিজে রাখা থাকে একটি ক্যান।
advertisement
7/10
ঘটনা হল শুধু ঠান্ডা নয়। এই গ্যাজেট ব্যবহার করা যেতে পারে শীতকালেও। তখন এটি পানীয় গরম রাখার কাজ করবে।
advertisement
8/10
USB দ্বারা চালিত হওয়ায় এই ফ্রিজে কোনও ব্যাটারিরও প্রয়োজন হয় না।
advertisement
9/10
এই গ্যাজেটকে বলা হয়, মিনি USB ফ্রিজ। আবার অনেকে একে কুলার কার ফ্রিজও বলে থাকেন। তবে যে নামেই ডাকা হোক না কেন, এতে যেকোনও ধরনের পানীয় ঠান্ডা বা গরম রাখা যায়।
advertisement
10/10
এই ফ্রিজ চালানোর জন্য একে বিদ্যুতের সঙ্গে সংযুক্ত রাখার কোনও প্রয়োজনই হয় না। বরং এটি ইউএসবি থেকে চার্জ করে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যেতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mini USB Fridge: গরমকে করুন জব্দ! কারেন্ট ছাড়াই চলবে ফ্রিজ, যেখানেই যান, সঙ্গে নিয়ে যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল