Diwali 2021: মজা ষোল আনা কিন্তু বিপদ নেই; এবারের দীপাবলিতে ঘরে আনুন ইলেকট্রনিক বাজি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Diwali 2021: এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ সালের দিওয়ালির অত্যাধুনিক কয়েকটি লাইট এবং ই-ক্র্যাকারের পসরা!
advertisement
1/9

দিওয়ালিতে প্রায় সকলেই তাদের ঘর এবং বাড়ি বিভিন্ন ধরনের লাইটে সাজিয়ে তোলে। কারণ দিওয়ালি মানেই হল আলোর উৎসব। তার সঙ্গে চল রয়েছে বাজি পোড়ানোরও। তবে পরিবেশকে বাঁচাতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে বেছে নেওয়া যায় ইলেকট্রনিক বাজি। অনলাইনে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক লাইট আর ই-ক্র্যাকার। এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ সালের দিওয়ালির অত্যাধুনিক কয়েকটি লাইট এবং ই-ক্র্যাকারের পসরা!
advertisement
2/9
A2Z Metal Electronic Loud Firecracker - এটি হল লাইট এবং সাউন্ড যুক্ত এক আধুনিক ফায়ারক্র্যাকার। শুধু প্লাগে লাগিয়ে অন করে দিলেই হবে। এর থেকে ক্র্যাকারের শব্দের সঙ্গে সঙ্গে লাইটও জ্বলে উঠবে।
advertisement
3/9
A2Z Electronic Simulation Firecracker - এটি হলে আরেক ধরনের লাইট এবং সাউন্ড যুক্ত এক আধুনিক ফায়ারক্র্যাকার। রিমোটের মাধ্যমে এটি অপারেট করা যাবে। রিমোটের সাহায্যে এর লাইট এবং সাউন্ড নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে।
advertisement
4/9
Epyz Solar Lantern Hanging 20 LED Jar Light - এটি হল একটি আধুনিক জার লাইট। এর মধ্যে রয়েছে আধুনিক সেন্সর। এটি সোলার পাওয়ারের মাধ্যমে চলবে এবং অটোমেটিক্যালি দিনের বেলা বন্ধ হয়ে যাবে।
advertisement
5/9
Hoteon Motion Sensor Light - আধুনিক এই লাইট পাওয়া যাচ্ছে ৩২ শতাংশ ছাড়ে ৪৭৫ টাকায়। এতে রয়েছে আধুনিক সেন্সর এবং উন্নত ব্যাটারি।
advertisement
6/9
Philips Hue Light - আধুনিক এই লাইটটি হিউ মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যায়। এছাড়াও এই লাইটটি Amazon Alexa, Apple Homekit, Google Assistant-এর সঙ্গে যুক্ত করা যাবে।
advertisement
7/9
Citra Laser Lights - আধুনিক এই লেজার লাইটটিতে রয়েছে আরজিবি লাইট প্রোটেক্টর। এর মাধ্যমে ইউজাররা তাদের পুরো বাড়ি ডেকোরেট করতে পারবে। এটি ইনডোর পার্টি লাইট হিসাবেও ব্যবহার করা যায়। রিমোট কন্ট্রোল যুক্ত এই লাইটে রয়েছে সাত ধরনের মোড।
advertisement
8/9
GS E-Com LED Bulb With Smart Bluetooth Speaker - আধুনিক এই লাইটে রয়েছে ব্লুটুথ স্পিকার। এটি ফোন এবং ট্যাবলেটের সঙ্গে পেয়ার করা যাবে। এর সাহায্যে নিজেদের পছন্দ অনুযায়ী মিউজিক শোনা যাবে। এই লাইটে রিমোট কন্ট্রোলের সুবিধাও রয়েছে।
advertisement
9/9
RGB Disco Ball With Remote - আধুনিক এই লাইটে রয়েছে রিমোট কন্ট্রোল এবং সাত ধরনের লাইট মোড।