TRENDING:

OnePlus 13: ম্যাগসেফ চার্জিং, দুর্দান্ত ক্যামেরা-সহ শীঘ্রই বাজার কাঁপাতে আসছে OnePlus 13, দাম কত

Last Updated:
OnePlus 13-এ থাকছে আইফোনের ম্যাগসেফ চার্জিংয়ের মতো ফিচার? বড় ইঙ্গিত ফোন নির্মাণ সংস্থার এক কর্তার
advertisement
1/5
ম্যাগসেফ চার্জিং, দুর্দান্ত ক্যামেরা-সহ শীঘ্রই বাজার কাঁপাতে আসছে OnePlus 13
কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে OnePlus 13। ইতিমধ্যেই ফোনের টিজার নিয়ে এসেছে কোম্পানি। নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে শক্তিশালী হার্ডওয়্যার। এই সপ্তাহে আরও কিছু আপগ্রেড সামনে আসবে। এমনটাই জানিয়েছেন ওয়ান প্লাসের এক কর্তা।
advertisement
2/5
চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে OnePlus-এর কান্ট্রি চিফ লুই লি একটি পোস্ট করে ফোনের কিছু ফিচারের কথা জানিয়েছেন। সেখানেই তিনি বলেছেন, OnePlus 13-এ ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ম্যাগনেটিক ফাংশন থাকবে। অনেকটা মেগাসেফ টেকনোলজির Qi2 চার্জিংয়ের মতো। এতে স্মার্টফোনের পিছনে ম্যাগনেটিক কয়েল দেওয়া হবে। এর মাধ্যমেই ওয়্যারলেস চার্জিং হবে ফোনে।
advertisement
3/5
মজার বিষয় হল, ওয়ান প্লাসের আগের মডেলগুলিতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। তাই এবার সম্ভবত ব্র্যান্ড দ্বি-সংলগ্ন চার্জিং ফিচার আনতে চলেছে স্মার্টফোন কোম্পানি। যার মাধ্যমে ইউজাররা Qi2 বা নিজের মতো চার্জ করতে পারবেন। তবে ওয়ান প্লাস প্রথম অ্যান্ড্রয়েড ফোন ব্র্যান্ড নয়, যারা এই চার্জিং ফিচার নিয়ে আসছে। আগেই Infinix Zero 40 5G এবং HMD স্মার্টফোনে এই চার্জিং ফিচারের ঘোষণা করা হয়েছে।
advertisement
4/5
OnePlus 13 নিয়ে যে সব খবর সামনে আসছে তা থেকে জানা যাচ্ছে, ফ্ল্যাগশিপ ফোনে ২৪ জিবি র‍্যাম থাকতে পারে। সঙ্গে দেওয়া হতে পারে 100W ওয়্যার এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টের জন্য 6,000mAh ব্যাটারি প্যাক। এই আপগ্রেডগুলোর কারণে লঞ্চের সময় দাম বাড়তে পারে বলে অনুমান করছেন অনেকেই।
advertisement
5/5
জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে চিনে OnePlus 13 লঞ্চের দিন ঘোষণা হবে। তবে ভারত এবং আন্তর্জাতিক বাজারে কবে আসবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে, এদিকে আসতে আসতে ২০২৫ লেগে যেতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
OnePlus 13: ম্যাগসেফ চার্জিং, দুর্দান্ত ক্যামেরা-সহ শীঘ্রই বাজার কাঁপাতে আসছে OnePlus 13, দাম কত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল