TRENDING:

Whatsapp-এ এবার পেয়ে যান আপনার ইলেকট্রিক বিল !

Last Updated:
advertisement
1/6
Whatsapp-এ এবার পেয়ে যান আপনার ইলেকট্রিক বিল !
এবার থেকে হোয়াটসঅ্যাপে ডুপলিকেট ইলেকট্রিক বিল পাবেন গ্রাহকরা। সারা ভারতে এই প্রথম কোন বিদ্যুৎ পর্যদ গ্রাহককে হোয়াটসঅ্যাপে ইলেকট্রিক বিল পাঠানো শুরু করল। (Photo collected)
advertisement
2/6
এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে ইতিমধ্যেই গ্রাহক চাইলে BSES , CESE ও WBSEDCL ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে ডুপলিকেট বিল ডাউনলোড করতে পারতেন। (Photo collected)
advertisement
3/6
হোয়াটসঅ্যাপে ডুপলিকেট ইলেকট্রিক বিল পেতে গ্রাহককে নিজের ফোনে BSES এর হোয়াটসঅ্যাপ নম্বর (০৯৯৯৯৯১৯১২৩) সেভ করতে হবে। তারপর সেই নম্বরে #Bill৯-ডিজিটের কাস্টোমার অ্যাকাউন্ট নম্বর লিখে পাঠাতে হবে। (Photo collected)
advertisement
4/6
এর পরে আপনার হোয়াটসঅ্যাপে ইলেকট্রিক বিল পাঠিয়ে দেবে দিল্লির ইলেকট্রিক ডিস্ট্রিবিউশান কোম্পানি।(Photo collected)
advertisement
5/6
দিল্লিতে এই পরিষেবা শুরু হলেও কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে এই পরিষেবা পাওয়া যাবে না। তবে অনলাইন পেমেন্টে বিশেষ ছাড় পাওয়া যায় এই শহরেও। (Photo collected)
advertisement
6/6
তবে ডিজিটাইজেশানের এই যুগে নতুন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের নিয়মিত নতুন পরিষেবা নিয়ে আসছে ইলেকটিক সাপ্লায়াররা। এখন CESE ও WBSEDCL অ্যাপ ব্যবহার করে একাধিক পরিষেবা ব্যবহার করতে পারেন। (Photo collected)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Whatsapp-এ এবার পেয়ে যান আপনার ইলেকট্রিক বিল !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল