TRENDING:

Mystery of Aliens: ভিনগ্রহের প্রাণীদের খুঁজতে নয়া মিশন NASA-র, ভর্তি করা হচ্ছে ‘পুরুত মশায়’

Last Updated:
Mystery of Aliens: নাসা (NASA) বহির্বিশ্বের প্রাণ নিয়ে গম্ভীর চিন্তা করছে এবং এই রহস্যভেদ করার জন্য যেকোনও জায়গায় যেতে পারে৷ তাই এই বৈজ্ঞানিক মিশনে তাঁরা ধর্মশাস্ত্রজ্ঞদের সাহায্যও নেবে৷
advertisement
1/4
ভিনগ্রহের প্রাণীদের খুঁজতে নয়া মিশন NASA-র, ভর্তি করা হচ্ছে ‘পুরুত মশায়’
#কলকাতা: পৃথিবীর মানুষদের দীর্ঘদিন ধরেই পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব ঘিরে (Mystery of Aliens) উৎসাহ প্রবল৷ মানুষ সবসময়েই এলিয়েনদের বিষয়ে জানতে চায়৷ এবার এই যুগ যুগ ধরে চলা রহস্য সমাধান করতে নতুন এক মিশন লঞ্চ করছে নাসা (NASA) ৷ তবে নাসা-র এই এলিয়েন ডিসকভারি মিশনের (Aliens Discovery Mission) জন্য এক আজব কাজ করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) ৷ তারা ধর্মযাজকদের (Priests) নিয়োগ করবে৷
advertisement
2/4
নাসা (NASA) বহির্বিশ্বের প্রাণ নিয়ে গম্ভীর চিন্তা করছে এবং এই রহস্যভেদ করার জন্য যেকোনও জায়গায় যেতে পারে৷ তাই এই বৈজ্ঞানিক মিশনে তাঁরা ধর্মশাস্ত্রজ্ঞদের সাহায্যও নেবে৷ নাসা (NASA) জানতে চায় এলিয়েনদের নিয়ে (Aliens Discovery Mission) বিভিন্ন ধর্মে কি কি বিচার রয়েছে৷ বলা হচ্ছে এই দলে আলাদা আলাদা ধর্মের পূজারিরা (Priests) থাকবে৷
advertisement
3/4
২৪ ধর্ম শাস্ত্রজ্ঞদের নিয়ে হবে দল আপনাদের শুনতে খুব আজব লাগবে, যে নাসা ২৪ জন বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের নিয়ে নিজেদের এলিয়েন হান্টিং মিশন (Alien Hunting Mission) শুরু করবে৷ ইংরাজি -র বিখ্যাত ডিকশনারি কলিন্সের মতে ধর্মশাস্ত্রী বা পুরোহিত তাঁরা হন যাঁরা ভগবান, ধর্ম এবং ধার্মিক মান্যতা নিয়ে পড়াশুনো করেন৷ এই দলে ব্রিটেনের বিখ্যাত পাদ্রী ডক্টর অ্যান্ড্রু ডেভিসনকে রাখা হয়েছে৷ যিনি বায়োকেমিস্ট্রিতেও ডক্টরেট৷ ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ি ইউরোপিয়ান স্পেস এজেন্সি রোজিল্যান্ড ফ্র্যাঙ্কলিন রোভার সামনের বছর শুক্র গ্রহে এই বিষয়ে ড্রিলিং করবে৷ যাতে জীবাশ্ম খোঁজ করা হবে৷
advertisement
4/4
এখনও প্রচুর রহস্য উদ্ঘাটন বাকি আছে রেব ডো ডেভিসনের বই , অ্যাস্ট্রোবায়োজি অ্যান্ড ক্রিশ্চিয়ান ডোক্ট্রিনে প্রশ্ন তোলা হয়েছিল কি সত্যিই কি ভগবান ব্রহ্মাণ্ডে কোথাও আর জীবন তৈরি করতে পারেন? এই বিষয়েও চর্চা করা হয়েছিল যে আকাশগঙ্গা বা মিল্কিওয়েতে ১০০ আরবের বেশি তারা আছে আর ব্রহ্মাণ্ডে এরকম শত শত মিল্কিওয়ে আছে৷ তাই শুধু পৃথিবীর বাইরে আর কোথাও কেন প্রাণ থাকবে না? এই বিষয়গুলিকে নিয়ে নাসা এবার কঠিন রিসার্চ করতে চায়৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mystery of Aliens: ভিনগ্রহের প্রাণীদের খুঁজতে নয়া মিশন NASA-র, ভর্তি করা হচ্ছে ‘পুরুত মশায়’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল