TRENDING:

WhatsApp-এর সুপার ফিচার! অনলাইন আছেন কিন্তু অন্যকে দেখাতে চাননা, সামান্য পরিবর্তনেই ধরা-ছোঁয়ার বাইরে

Last Updated:
WhatsApp Tricks: নতুন ফিচারে জীবনে বিরাট বদল
advertisement
1/8
WhatsApp-এর সুপার ফিচার! অনলাইন আছেন কিন্তু অন্যকে দেখাতে চাননা
হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য সংস্থার পক্ষ থেকে প্রাইভেসি ফিচার সব সময়েই আপডেট করে থাকে ৷ এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এক নতুন ফিচার বাজারে নিয়ে এসেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
এই কারণেই ইউজারেরা নিজেদের ব্যক্তিগত অবস্থান লুকানোর বা অনলাইন থাকা সত্ত্বেও যাতে না দেখা যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
জানতে পারা গিয়েছে প্রাইভেসি ফিচার সিগন্যাল অ্যাপে আগের থেকেই মজুত ৷ যদি চান অনলাইন থাকা সত্ত্বেও কেউ ধরতেই পারবেনা অনলাইন আছেন ৷ তবে এই কারণে সেটিং-এ একটু পরিবর্তন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
প্রায় একই রকমের কাজ করে থাকে যেমন লাস্ট সিন কাজ করে ৷ অর্থাৎ নিজের অনালাইন স্টেটাস হাইড করলে অন্যের অনলাইন স্টেটাসও দেখতে পারবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
এই ফিচার ব্যবহার করতে গেলে অ্যাপ আপডেট করতে হবে ৷ তবে লেটেস্ট এই প্রাইভেসি অ্যাপের মাধ্যমে জানতে পারা যাবেনা কেকে বল্ক করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
তবে কীভাবে এই ফিচার আপডেট করবেন? প্রথম পদক্ষেপ WhatsApp-এ যেতে হবে ৷ তিন বিন্দুর টিহ্নকে ট্যাপ করতে হবে, তারপরে দ্বিতীয় পদক্ষেপ এবার Setting-এ যেতে হবে ৷ অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে তারপরে Privacy অপশনে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
তৃতীয় পদক্ষেপ ‘Last Seen ও Online’ ফিচার পাওয়া যাবে ৷ সেখানে Nobody সিলেক্ট করতে হবে ৷ তারপরেই Same as Last Seen করতে পারবেন ৷ ‘Nobody’ সিলেক্ট করলে অনলাইন স্টেটাস কেউ দেখতে পারবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
তারপরেই আপনার অনলাইন স্টেটাস কেউ দেখতে পারবেনা ৷ যদি ‘My Contacts’ সিলেক্ট করেন সেক্ষেত্রে অনলাইন স্টেটাস শুধুমাত্র যাঁদের নম্বপ সেভ করা আছে তাঁরাই দেখতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এর সুপার ফিচার! অনলাইন আছেন কিন্তু অন্যকে দেখাতে চাননা, সামান্য পরিবর্তনেই ধরা-ছোঁয়ার বাইরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল