Jio-র নতুন বাম্পার প্ল্যান ! ৩৫০ জিবি ডেটা সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড কল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রতি মাসের রিচার্জ করা থেকে মুক্তি পেতে দীর্ঘ মেয়াদের প্ল্যান নিয়ে হাজির জিও
advertisement
1/5

মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার প্রতি মাসের রিচার্জ করা থেকে মুক্তি পেতে দীর্ঘ মেয়াদের প্ল্যান নিয়ে হাজির জিও ।
advertisement
2/5
এবার বার্ষিক প্ল্যানের রিচার্জ নিয়ে এল জিও। দাম ৪,৯৯৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিনের।
advertisement
3/5
এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবে জিও টু জিও আনলিমিটেড কল, অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২,০০০ মিনিট ফ্রি।
advertisement
4/5
এছাড়াও থাকছে প্রতি দিন ১০০টি এসএমএস করার সুযোগ পাবেন আর ৩৫০ জিবি ডেটা।
advertisement
5/5
২১২১ টাকার প্ল্যানের রিচার্জে পাওয়া যাবে দৈনিক ১.৫ জিবি ডেটা। জিও টু জিও ফ্রি। আর জিও টু নন্ জিও ১২,০০০ মিনিট ফ্রি পাবেন। ১০০ টি এসএমএস করতে পারবেন রোজ। ভ্যালিডিটি ৩৩৬ দিনের। এছাড়াও, জিও সিনেমা জিও টিভি সহ একাধিক সুবিধা ভোগ করতে পারবেন।