TRENDING:

Jio-র সস্তার রিচার্জ প্ল্যান; পেয়ে যাবেন ৩ জিবি ডেটা ও ফ্রি কলিংয়ের সুবিধা

Last Updated:
Reliance Jio cheapest plan: এছাড়াও ২৮ দিনের এই সস্তা প্ল্যানে জিও ইউজাররা প্রতি দিন ৫০টি করে এসএমএসের সুবিধা পাবেন।
advertisement
1/7
Jio-র সস্তার রিচার্জ প্ল্যান; পেয়ে যাবেন ৩ জিবি ডেটা ও ফ্রি কলিংয়ের সুবিধা
গ্রাহকদের জন্য জিওর (Jio) পক্ষ থেকে বার এল বড়সড় সুখবর। জিও ভারতের বাজারে নিয়ে এল সব চেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। জিও বাজারে লঞ্চ করল ৭৫ টাকার সস্তা রিচার্জ প্ল্যান (Reliance Jio cheapest plan)। এতে পাওয়া যাবে ৩ জিবি ডেটা ও ফ্রি কলিংয়ের সুবিধা। পুজোর আগেই জিও নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য সংস্থা নিয়ে এল এই ধামাকা অফার।
advertisement
2/7
জিওর এই নতুন অফার, জিও নেটওয়ার্ক ব্যবহারকারীদের দেবে কম দামে বেশি সুবিধা। ৭৫ টাকার এই প্ল্যানের মাধ্যমে পাওয়া যাবে ৩ জিবি ডেটা ও ফ্রি কলিংয়ের সুবিধা (Reliance Jio cheapest plan)। এছাড়াও ২৮ দিনের এই সস্তা প্ল্যানে জিও ইউজাররা প্রতি দিন ৫০টি করে এসএমএসের সুবিধা পাবেন।
advertisement
3/7
জিওর পক্ষ থেকে জানানো হয়েছে যে ৭৫ টাকার এই প্ল্যানের মাধ্যমে জিও ইউজাররা জিও টিভি (Jio Tv), জিও সিনেমা (Jio Cinema), জিও নিউজ (Jio News), জিও সিকিউরিটি (Jio Security), জিও ক্লাউড (Jio Cloud) এর মতো অ্যাপগুলোর সুবিধাও পাবেন। তাঁরা নিখরচায় এই সব অ্যাপ ব্যবহার করতে পারবেন।
advertisement
4/7
মূলত ফোন করার জন্য সস্তার ৭৫ টাকার এই প্ল্যানে, অন্য নেটওয়ার্কেও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে (Reliance Jio cheapest plan)। পাশাপাশি, ২০০ এমবি বুস্টারের সঙ্গে পুরো ভ্যালিডিটির ৩ জিবি ডেটার সুবিধাও পাওয়া যাবে।
advertisement
5/7
জিওর এই সস্তা প্ল্যানের মাধ্যমে ইউজাররা বিশেষভাবে উপকৃত হবেন। সস্তার রিচার্জ প্ল্যানের মাধ্যমে ইউজাররা ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। ২০০ এমবি বুস্টারের জন্য জিও ইউজাররা ৩ জিবির দ্রত গতি সম্পন্ন ডেটার সুবিধা লাভ করতে পারবেন।
advertisement
6/7
জিওর তরফ থেকে ৩৯ টাকা আর ৬৯ টাকার প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ টাকার এই প্ল্যানই এখন সব থেকে সস্তা প্ল্যান। ভারতী এয়ারটেল (Bharti Airtel) ও ভোডাফোন আইডিয়া (Vi) মোবাইলের নেটওয়ার্ককে কড়া টক্কর দেওয়ার জন্য জিও বাজারে এই সস্তার প্ল্যান লঞ্চ করেছে। এই দুই সংস্থাও কিছু দিন আগে এই ধরনের প্ল্যান লঞ্চ করে।
advertisement
7/7
এখন বাজার ধরার জন্য জিও লঞ্চ করল ৭৫ টাকার সস্তা রিচার্জ প্ল্যান (Reliance Jio cheapest plan)। এর ফলে মোবাইল নেটওয়ার্কের বাজারে এই সংস্থাগুলোর মধ্যে শুরু হয়ে গেছে এক ঠাণ্ডা লড়াই। জিও ইতিমধ্যেই ভারতের বাজারের অনেকটাই নিজেদের দখলে নিয়ে এসেছে। জিওর সস্তা ইন্টারনেট প্ল্যান ভারতে সৃষ্টি করেছিল এক ধামাকা। এখন তাদের নতুন প্ল্যান কতটা জনপ্রিয় হয় সেটাই দেখার!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Jio-র সস্তার রিচার্জ প্ল্যান; পেয়ে যাবেন ৩ জিবি ডেটা ও ফ্রি কলিংয়ের সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল