গ্রাহকদের জন্য বড় খবর ! ১৬ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে মোবাইল SIM সম্পর্কিত এই নিয়মগুলি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

গ্রাহকদের জন্য বড় খবর ! মোবাইল SIM সম্পর্কিত নতুন নিয়ম লাঘু করল ট্রাই (TRAI)। মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের প্রক্রিয়া আরও দ্রুত ও সরল করতে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করল ট্রাই
advertisement
2/5
১৬ ডিসেম্বর থেকে এক সার্কেলের মধ্যে নম্বর পোর্টের প্রক্রিয়া মেটাতে হবে তিন দিনের মধ্যে। আর এক সার্কল থেকে অন্য সার্কলে নম্বর পোর্ট করার ক্ষেত্রে তা করতে হবে পাঁচ দিনের মধ্যে।
advertisement
3/5
ট্রাই জানিয়েছে, ‘১৬ ডিসেম্বর থেকে সংশোধিত এমএনপি প্রক্রিয়া কার্যকর হবে এবং মোবাইল গ্রাহকরা এমএনপি (MNP) প্রক্রিয়ার সুবিধা নিতে পারবেন।’
advertisement
4/5
এছাড়াও কোনও অপারেটর সংস্থার নেটওয়ার্কে যোগ দেওয়ার ৯০ দিন পরেই এমএনপি-র জন্য আবেদন করা যাবে, তার আগে নয়।
advertisement
5/5
জম্মু ও কাশ্মীর, অসম ও উত্তর পূর্ব সার্কল ছাড়া বাকি সমস্ত সার্কলে ইউপিসি-র মেয়াদকাল ৪ দিন। জম্মু ও কাশ্মীর, অসম ও উত্তর পূর্বে ইউপিসি ৩০ দিনের জন্য বৈধ থাকবে।