একবার রিচার্জ করলে ১ বছরেরও বেশি নো টেনশন! সঙ্গে বিপুল পরিমাণ ডেটা
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Jio Prepaid Recharge: এক নজরে দেখে নেওয়া যাক জিওর এই ধামাকা প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/8

জনপ্রিয় টেলিকম কোম্পানি জিও তাদের গ্রাহকদের জন্য লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ধামাকাদার প্ল্যান। ভারতে সবার প্রথমে জিও কম দামের ইন্টারনেট প্ল্যান চালু করেছিল। এরপর থেকেই ভারতে জিওর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে। গ্রাহকদের কথা মাথায় রেখে জিওর বিভিন্ন দামের বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। এর মধ্যে ১ মাসের থেকে শুরু করে ৩ মাসের প্ল্যানও রয়েছে।
advertisement
2/8
কিন্তু অনেক সময় দেখা যায় গ্রাহকরা ৮৪ দিন পরপর রিচার্জ করতে ভুলে যান। অনেকের কাছে আবার তা ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, এই ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
advertisement
3/8
জিও কোম্পানির এমন একটি প্ল্যান রয়েছে, যা জেনে সকলেই খুশি হবেন। কারণ, এই প্ল্যানটি কেনার পরে, ৩৮৮ দিনের জন্য রিচার্জের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, তাও প্রতিদিন প্রায় ৭ টাকা খরচ করে। এক নজরে দেখে নেওয়া যাক জিওর এই ধামাকা প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
advertisement
4/8
আসলে, জনপ্রিয় টেলিকম কোম্পানি জিওর ২৯৯৯ টাকার দীর্ঘমেয়াদী একটি প্ল্যান রয়েছে। বর্তমানে জিওর এই প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতার পাশাপাশি, অফারের অধীনে ২৩ দিনের বৈধতা আলাদাভাবে দেওয়া হচ্ছে। অর্থাৎ গ্রাহকরা একবার এই রিচার্জ করলে ৩৮৮ দিনের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন। তাঁদের আর কোনও রিচার্জ করার ঝামেলায় পড়তে হবে না।
advertisement
5/8
অর্থাৎ, গ্রাহকরা যদি এখন এই প্রিপেড প্ল্যানটি ক্রয় করে থাকেন, তাহলে তাঁরা মোট ৩৮৮ দিনের বৈধতার সুবিধা পাবেন। অন্য সুবিধার কথা বললে, গ্রাহকরা এতে প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পাবেন। এছাড়াও, অফারের অধীনে ৭৫ জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হবে।
advertisement
6/8
পাশাপাশি, প্রতিদিনের ডেটা সীমা শেষ হওয়ার পরেও ইন্টারনেট চলতে থাকবে। তবে, তখন স্পিড কমে এটি হবে ৬৪ Kbps। ডেটা ছাড়াও, গ্রাহকরা এই প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১০০ SMS এবং স্থানীয়, জাতীয় এবং রোমিং-এ বিনামূল্যে কলিংয়ের সুবিধা পাবেন।
advertisement
7/8
এগুলো ছাড়াও, জিওর এই প্ল্যানে, গ্রাহকরা Jio অ্যাপ এবং JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো পরিষেবাগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।
advertisement
8/8
এই প্ল্যানে গ্রাহকদের ২৯৯৯ টাকা দিতে হবে, তাও ৩৮৮ দিনের জন্য। এই ক্ষেত্রে প্রতিদিন তাঁদের খরচ করতে হবে ২৯৯৯/৩৮৮ অর্থাৎ ৭.৭২৯৩ টাকা।