অবশেষে দেশে এল Google Pixel 7 এবং Google Pixel 7 Pro! দাম থেকে ফিচার, রইল সব খুঁটিনাটি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক Google Pixel 7 সিরিজের ফোনের দাম এবং সমস্ত খুঁটিনাটি
advertisement
1/8

যে সকল গ্রাহক Google Pixel 7 সিরিজের ফোনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। ভারতে লঞ্চ হয়েছে Google Pixel 7 এবং Google Pixel 7 Pro। Google Pixel 3 সিরিজের ফোনের পর এই প্রথম ভারতে পিক্সেল ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করা হল।
advertisement
2/8
Google Pixel 7 সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত ফিচার। Google Pixel 7 সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে টেনসর জি২ চিপ। জানা গিয়েছে যে Google Pixel 7 সিরিজের ফোনের ফ্রন্ট ক্যামেরাতে বিভিন্ন ধরনের পরিবর্তন করা হয়েছে। কিন্তু Google Pixel 7 সিরিজের ফোনের ডিজাইন অনেকটা Google Pixel 6 ফ্ল্যাগশিপ ফোনের মতো, যা আগের বছর লঞ্চ করা হয়েছিল। এক নজরে দেখে নেওয়া যাক দাম এবং সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/8
Google Pixel 7 ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চি ওলেড ডিসপ্লে। Google Pixel 7 ফোনে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন, যা ৯০ এইচজেড রিফ্রেশ রেট যুক্ত। Google Pixel 7 ফোনে ব্যবহার করা হয়েছে নতুন গুগল টেনসর জি২ চিপসেট। এই ফোনে রয়েছে ৮ জিবি র্যাম।
advertisement
4/8
এছাড়াও Google Pixel 7 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। Google Pixel 7 ফোনে ব্যবহার করা হয়েছে প্রাইমারি ৫০ মেগাপিক্সেলের শ্যুটার এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
advertisement
5/8
। Google Pixel 7 ফোনের সামনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ১১ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেলফি স্ন্যাপার। এই ফোনে রয়েছে ৪,২৭০ এমএএইচ ব্যাটারি।
advertisement
6/8
Google Pixel 7 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির এলটিপিও ডিসপ্লে। Google Pixel 7 Pro ফোনে ব্যবহার করা হয়েছে কিউএইচডি প্লাস রেজোলিউশন, যা ১২০ এইচজেড রিফ্রেশ রেট যুক্ত। Google Pixel 7 Pro ফোনে ব্যবহার করা হয়েছে গুগল টেনসর জি২ চিপসেট, যা ১২ জিবি র্যাম যুক্ত।
advertisement
7/8
এর মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনের সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১১ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার। এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচের ব্যাটারি।
advertisement
8/8
ভারতে গুগল পিক্সেল ৭ প্রো এর দাম শুরু হয়েছে ৮৪,৯৯৯ টাকা থেকে। পিক্সেল ৭-এর দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ টাকা।