advertisement
1/8

কয়েক দিন আগেই Huawei India জানিয়ে ছিল জে ২৫ এপ্রিল থেকে ভারতে বিক্রি শুরু হল Huawei P30 Lite। সেই মত আজ, বৃহস্পতিবার দুপুর ১২তা থেকে Amazon.in এ বিক্রি শুরু হল Huawei P30 Lite।
advertisement
2/8
কোম্পানি Huawei P30 Lite ফোনটির ঘোষণা করেছিল HUAWEI P30 Pro-র ফোনটির সিঙ্গেই। তিনটি রঙে পাওয়া যাবে Huawei P30 Lite ফোনটি।
advertisement
3/8
এই স্মার্টফোনের সাথে রেয়েছে No-cost EMI অফার ৬-য় মাসের জন্য আর এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন অতিরিক্ত 2000 টাকা ছাড়।
advertisement
4/8
Jio-র গ্রাহকরা পেয়ে যাবেন 2.2 টেরাবাইট ডেটা আর 2000 টাকার ক্যাশব্যাক। যা 50 টাকার 44 ভাউচার, যেটা রিডিম করতে পারবেন 198/299 টাকার প্ল্যানে।
advertisement
5/8
Huawei P30 Lite ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
advertisement
6/8
এই ফোনে রেয়েছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, নাইট পরট্রেট, স্লো মো, পানরোমা, লাইট পেইন্টিইং, HDR, টাইম-লাপ্স, 3D পানরোমা, স্টিকার মতন ফিচার।
advertisement
7/8
Huawei P30 Lite ফোনে রয়েছে 6.15 ইঞ্চি FHD ডিসপ্লে, উপরে রয়েছে টিয়ারড্রপ নচ। Huawei P30 Lite এর ওজন 159 গ্রাম। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকছে Kirin 710 চিপসেট
advertisement
8/8
4GB RAM আর 128GB স্টোরেজে Huawei P30 Lite এর দাম 19,990 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজের দাম 22,990 টাকা।