Mobile Data consume: আর ৫ বছরে ভারতীয়রা প্রতিমাসে কত জিবি ডেটা ব্যবহার করবেন জানেন? শুনে আঁতকে উঠবেন! দেশের পরিণতি কী
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Mobile Data consume: আগামী দিনে আমেরিকা, পশ্চিম ইউরোপ, দক্ষিণ কোরিয়া এবং চিনের মতো উন্নত দেশগুলির চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকবে ভারত।
advertisement
1/9

প্রতিদিন বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। বাড়ছে ডেটা খরচের বহর। ভারতে নিত্য ব্যবহার্য ডেটার পরিমাণ এখন অনেকটাই বেড়েছে। মনে করা হচ্ছে এই ব্যবহার ক্রমশ বাড়তেই থাকবে। ২০২৮ সাল নাগাদ, প্রত্যেক ভারতীয় এক মাসে ৬২ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা শুরু করবেন।
advertisement
2/9
ভারতে এই মুহূর্তেও ডেটা খরচ অনেকটাই বেশি। একটি রিপোর্টে বলা হয়েছে যে, ২০২৮ সাল নাগাদ, ভারতীয়রা প্রতি মাসে প্রায় ৬২ জিবি ডেটা ব্যবহার করবেন। এটিই হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ ডেটা ব্যবহার।
advertisement
3/9
ওই প্রতিবেদনে উল্লিখিত চিত্রে দেখা গিয়েছে, আগামী দিনে আমেরিকা, পশ্চিম ইউরোপ, দক্ষিণ কোরিয়া এবং চিনের মতো উন্নত দেশগুলির চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকবে ভারত। মূলত সস্তা দরে পাওয়া ডেটা, ৫জি নেটওয়ার্কের বিস্তার এবং সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের কারণে ভারতে অনলাইন পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
advertisement
4/9
২০২৩ সালের জুন মাসে এরিকসন মোবিলিটি রিপোর্টে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ৫জি ভারতে দ্রুত বৃদ্ধি পাবে, সেই লক্ষ্যেই কাজ চলছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ পরিষেবা প্রাপক দেশ হবে। কারণ ভারতে গ্রাহক সংখ্যা ২০২২ সালের শেষ নাগাদ ছিল ১০ মিলিয়ন। আগামী ২০২৮ সালের মধ্যে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৭০০ মিলিয়নে।
advertisement
5/9
সারা বিশ্বের দিকে তাকালে ৫জি পরিষেবায় তখন ভারতই হবে দ্বিতীয় বৃহত্তম একক বাজার। ১,৩১০ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে চিন থাকবে প্রথমে।
advertisement
6/9
ক্রমশ সাশ্রয়ী হতে থাকবে ৫জি পরিষেবা। পরিস্থিতি এমনই দাঁড়াবে যে, ৪জি গ্রাহকের সংখ্যা হ্রাস পেতে শুরু করবে৷ মনে করা হচ্ছে, ২০২২ সালে যেখানে ৮২০ মিলিয়ন ৪জি গ্রাহক ছিলেন, সেখানে এই সংখ্যাটা ২০২৮ সালের মধ্যে ৫০০ মিলিয়নে হ্রাস পাবে।
advertisement
7/9
দ্বিবার্ষিক এরিকসন রিপোর্টে বিশ্ব টেলিকম ক্ষেত্রের আনুমানিক প্রবণতার দিকে ইঙ্গিত করে জানিয়েছে, ভারতে ২০২৮-এর মধ্যে ১৬ শতাংশ CAGR-এ বৃদ্ধি পাবে জন প্রতি ডেটা খরচ।
advertisement
8/9
২০২২ সালের শেষে দেখা গিয়েছিল প্রতি মাসে প্রতিজন গ্রাহক গড়ে ২৬ জিবি ডেটা ব্যবহার করেন। ২০২৮ সালে এই অঞ্চলে মোট মোবাইল সাবস্ক্রিপশন ১.২ বিলিয়ন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
9/9
এরিকসনের অনুমান, ভারতে মোট মোবাইল ব্যবহারকারীও বাড়বে অনেকটাই। ২০২২ সালে ৭৬ শতাংশ থেকে বেড়ে ২০২৮ সালে ৯৩ শতাংশ হতে পারে।