TRENDING:

Mobile Charging: এই ছিল ১০০%, হয়ে গেল ৫০%! মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? এই সমস্যা হচ্ছে না তো?

Last Updated:
Mobile Charging: ঘণ্টাখানেকের মধ্যে চার্জ শেষ! ফোনে কিছুক্ষণ কাজ করলেই ব্যাটারি জিরো। চার্জ ফুরিয়ে যাচ্ছে। কিন্তু কেন কেন দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে?
advertisement
1/7
এই ছিল ১০০%, হয়ে গেল ৫০%! মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? এই সমস্যা হচ্ছে না তো?
ঘণ্টাখানেকের মধ্যে চার্জ শেষ! ফোন বা ল্যাপটপে কিছুক্ষণ কাজ করলেই ব্যাটারি জিরো। চার্জ ফুরিয়ে যাচ্ছে। এখন ফের চার্জে বসাও। সারাদিনে যে এভাবে কতবার চার্জ দিতে হয়, একমাত্র ভুক্তভোগীরাই জানেন। কিন্তু কেন কেন দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে?
advertisement
2/7
এর কারণ হল ব্যাটারি। প্রতিদিনের ব্যবহারে ব্যাটারি দুর্বল হয়ে যায়। তখন আর দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা থাকে না। সেই কারণেই ফোন বা ল্যাপটপ বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হল, এ থেকে মুক্তির উপায় কী?
advertisement
3/7
মোবাইল ফোন সার্ভিস প্রতিষ্ঠান Mobile Klinik-এর ডিরেক্টর লিজ হ্যামিলটন বলছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির গড় আয়ু ৫০০ চার্জিং সাইকেল বা দেড় বছর। শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জকে এক চার্জিং সাইকেল বোঝানো হয়। অর্থাৎ ফোন বা ল্যাপটপের চার্জিং সাইকেল যত বেশি হবে, ব্যাটারির আয়ু তত কমতে থাকবে।
advertisement
4/7
এর কারণ হল রাসয়নিক প্রতিক্রিয়া। চার্জিং চলাকালীন ডিভাইসের ভিতরে পরমাণুর স্তূপ জমতে থাকে। ফলে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারি দীর্ঘদিন সচল রাখার জন্য কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিচ্ছেন টেক বিশেষজ্ঞরা।
advertisement
5/7
তাঁদের মতে, বারবার ফুল চার্জ না দিয়ে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে, চার্জিংয়ের সময় যেন ফোন বা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে না যায়। এতে ব্যাটারির উপর চাপ পড়ে। আয়ু কমে যায়। পাশাপাশি নির্ভরযোগ্য পাওয়ার স্ট্রিপ ব্যবহার করা উচিত, যাতে একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা রয়েছে।
advertisement
6/7
কে না চায় ব্যাটারি দীর্ঘক্ষণ চলুক। এর জন্য শুধু সঠিক পদ্ধতিতে চার্জ করতে হবে। দুটি পরিস্থিতিতে লিথিয়াম আয়ন ব্যাটারির উপর সবচেয়ে বেশি চাপ পড়ে। প্রথমত ফুল চার্জ দিলে। আর দ্বিতীয়ত, চার্জ একদম নেমে গেলে। ১০০ শতাংশ অর্থাৎ ফুল চার্জ করলে ক্ষতি সবচেয়ে বেশি হয়। এমনটাই দাবি লিজ হ্যামিলটনের।
advertisement
7/7
তিনি বলছেন, ফোনের চার্জ যেন একদম শূন্যে নেমে না যায়। ৮০ থেকে ৮৫ শতাংশ চার্জ হলেই যথেষ্ট। ফুল চার্জ করার দরকার নেই। নাহলে ব্যাটারির আয়ু কমে যাবে। পাশাপাশি দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে। অপ্রয়োজনীয় ফিচার যেমন লোকেশন, কিছু অ্যাপ ও নোটিফিকেশন বন্ধ রাখলেই ভাল। সঙ্গে লো পাওয়ার মোড চালু রাখতে হবে। এতে ব্যাটারি বেশি সময় টিকবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mobile Charging: এই ছিল ১০০%, হয়ে গেল ৫০%! মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? এই সমস্যা হচ্ছে না তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল