TRENDING:

চলছে Amazon Prime day সেল ! Galaxy Note 9-এ রয়েছে একাধিক আকর্ষণীয় অফার

Last Updated:
advertisement
1/8
চলছে Amazon Prime day সেল ! Galaxy Note 9-এ রয়েছে একাধিক আকর্ষণীয় অফার
চলছে Amazon Prime day সেল। ৪৮ ঘন্টার এই সেলের আজ শেষ দিন। এই সেলে সস্তা হয়েছে Samsung Galaxy Note 9, সঙ্গে রয়েছে একাধিক অফার্সও।
advertisement
2/8
অগাস্ট মাসে বাজারে আসছে Galaxy Note 10, তাই এই ফোনটিকে সস্তায় বিক্রি করছে Samsung। আপনি যদি নতুন ফোনটির জন্য অপেক্ষা না করতে চান তা হলে, Galaxy Note 9 ফোনটি কেনার সেরা সময় এটি।
advertisement
3/8
এই সেলে Galaxy Note 9-এর 128GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন মাত্র 62,000 টাকায় আর 512GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 74,400 টাকায়। আপনাকে শুধু বেছে নিতে হবে সেরা অফার আর রঙটি।
advertisement
4/8
এক্সচেঞ্জ অফারে পেয়ে যাবেন অতিরিক্ত 16,400 টাকার ছাড়। সঙ্গে রয়েছে no-cost EMI অপশন। আর আপনি যদি প্রাইম মেম্বার হন তা হলে ফোনটি কেনার সময় HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করুন আর পেয়ে যান আরও 3,500 টাকা পর্যন্ত ছাড়।
advertisement
5/8
Galaxy Note 9-তে রয়েছে 6.4 ইঞ্চি QHD+ সুপার AMOLED ডিসপ্লে, এর অ্যাসপেক্ট রেশিও 18.5:9। প্রোটেকশনের জন্য রয়েছে Corning Gorilla গ্লাস ৫।
advertisement
6/8
ফোনের ভিতরে রয়েছে Exynos 9810 প্রসেসর, 8GB পর্যন্ত RAM আর 512GB পর্যন্ত স্টোরেজ। স্টোরেজ বাড়ানোর জন্য রয়েছে মাইক্রো এসডি স্লট।
advertisement
7/8
ছবি তোলার জন্য রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 12-megapixel ডুয়াল পিক্সেল সেন্সর। আর অন্যটিও 12-megapixel সেন্সরের সাথে টেলিফটো, অটো ফোকাস লেন্স।
advertisement
8/8
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy Note 9-এ রয়েছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, USB Type-C, NFC আর 3.5mm অডিও জ্যাক
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
চলছে Amazon Prime day সেল ! Galaxy Note 9-এ রয়েছে একাধিক আকর্ষণীয় অফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল