Laptop Tips: কাজ করছে না কি-বোর্ড! এখনই খতিয়ে দেখুন এই ৯টি বিষয়
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Laptop Tips: সাধারণত ধুলো-ময়লা জমেই সব থেকে বেশি খারাপ হয় কি-বোর্ড। তাই এটি পরিষ্কার রাখতে হবে।
advertisement
1/11

ল্যাপটপ ছাড়া এখন আর প্রায় কোনও দরকারি কাজই শেষ করা সম্ভব নয়। অথচ, অনেক সময়ই দেখা যায় কি-বোর্ড ঠিক মতো কাজ করছে না। বিশেষ বিশেষ কোনও অক্ষর লেখা যায় না। কিন্তু কেন এমন হয়, সমস্যা সমাধানের পথই বা কী! দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
2/11
সাধারণত ধুলো-ময়লা জমেই সব থেকে বেশি খারাপ হয় কি-বোর্ড। তাই এটি পরিষ্কার রাখতে হবে। আবার কি-বোর্ড ড্রাইভারে বাগ থাকলেও সমস্যা হতে পারে। কনফিগারেশনের গোলমালও সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে কয়েকটি কৌশল করলে ল্যাপটপ আবার আগের মতো কাজ করতে পারে—
advertisement
3/11
১. রিস্টার্ট— অনেক সময় কি-বোর্ড কাজ না করলে একবার ল্যাপটপ রিস্টার্ট করে দেখা যেতে পারে। সফটওয়্যার সংক্রান্ত কোনও গোলমাল থাকলে তা মিটে যাবে।
advertisement
4/11
২. পরিচ্ছন্নতা— নিয়মিত পরিষ্কার নরম কাপড় দিয়ে কি-বোর্ড মুছে রাখা দরকার।
advertisement
5/11
৩. এক্সটার্নাল কি-বোর্ড— জরুরি প্রয়োজনে হাতের কাছে একটা অতিরিক্ত কি-বোর্ড রাখা দরকার। যাতে ল্যাপটপের নিজস্ব বোর্ড কাজ না করলে সেটি ব্যবহার করা যায়।
advertisement
6/11
৪. ব্যাটারির দিকে নজর— ওয়্যারলেস কি-বোর্ড ব্যবহার করলে খেয়াল রাখতে হবে ব্যাটারি ঠিক আছে কিনা। ব্যাটারি বদলানো গেলে বদলে ফেলাই ভাল।
advertisement
7/11
৫. আনইনস্টল ও রিইনস্টল— কম্পিউটার এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে ড্রাইভার খুব গুরুত্বপূর্ণ। তাই তা আপডেট করা দরকার। সার্চ বক্সে গিয়ে Device Manager খুঁজে Keyboard-এ গিয়ে ডবল ক্লিক করতে হবে। তারপর ডানদিকে ক্লিক করে Uninstall device করে নিতে হবে। পরে কম্পিউটার রিবুট করতে হবে। তখনই নতুন ড্রাইভার ইনস্টল হয়ে যাবে।
advertisement
8/11
৬. ট্রাবলশ্যুটার— প্রথমে Windows+I টিপে Settings-এ যেতে হবে। তারপর Update & Security> Troubleshoot> Keyboard-এ যেতে হবে। সেখান থেকে Run the troubleshooter। কিছুক্ষণ অপেক্ষা করলেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে।
advertisement
9/11
৭. ফিল্টার কি— কোনও কি কাজ না-করলে এই পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। প্রথমে Settings-এ গিয়ে Ease of Access> Keyboard-এ গিয়ে User Filter Keys ব্যবহার করতে হবে। এখানে গিয়ে প্রয়োজন মতো এনাবেল বা ডিজেবল করে নিতে হবে।
advertisement
10/11
৮. লে-আউট সেটিংস— কি-বোর্ডের লে-আউট বদলে যেতে পারে অনেক সময়। সেক্ষেত্রে Setting> Time & Language> Language-এ গিয়ে নিজের পছন্দের ভাষা বেছে নিয়ে Add a preferred language থেকে Option নির্বাচন করে নিতে হবে।
advertisement
11/11
৯. ম্যালওয়্যার বা ভাইরাস— এটাই সব থেকে বেশি ক্ষতিকারক বিষয়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ডিভাইসে কোনও ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে থাকলে তা কাজ করা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে ম্যালওয়্যার স্ক্যান করিয়ে নিতে হবে।