Jio x BGMI: গেমারদের জন্য সুখবর! Jio নিয়ে এল নয়া দুটি রিচার্জ প্ল্যান, মিলবে আনলিমিটেড ডেটা ও কলিং-সহ BGMI রিওয়ার্ড
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Jio x BGMI: সম্প্রতি গেম-প্রেমীদের কথা মাথায় রেখে নতুন প্রিপেড প্ল্যান আনার জন্য BattleGrounds Mobile India (BGMI) ডেভেলপার Krafton-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছে Reliance Jio।
advertisement
1/7

যাঁরা গেম খেলেন, তাঁদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি গেম-প্রেমীদের কথা মাথায় রেখে নতুন প্রিপেড প্ল্যান আনার জন্য BattleGrounds Mobile India (BGMI) ডেভেলপার Krafton-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছে Reliance Jio। সংশ্লিষ্ট নেটওয়ার্ক অপারেটরের লেটেস্ট প্ল্যান শুধুমাত্র হাই-স্পিড আনলিমিটেড 5G ডেটাই প্রদান করছে না, এর পাশাপাশি দেওয়া হচ্ছে একাধিক সুবিধা। আসলে আনা হয়েছে এক্সক্লুসিভ Battlegrounds Mobile India গুডিজও।
advertisement
2/7
Krafton-এর সঙ্গে এই অংশীদারিত্বের কারণে দুটি প্ল্যান চালু করেছে Jio। যার দাম মাত্র ৪৯৫ টাকা এবং ৫৪৫ টাকা। আর এর ভ্যালিডিটি ২৮ দিনের জন্য থাকবে। তাহলে জেনে নেওয়া যাক, এই নতুন দুই প্ল্যান থেকে কী কী সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
3/7
প্রথমেই আসা যাক ৪৯৫ টাকার প্ল্যানের প্রসঙ্গে। এই প্ল্যানে মিলবে দৈনিক ১.৫ জিবি 4G মোবাইল ডেটা, আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস। এর পাশাপাশি অতিরিক্ত ৫ জিবি ডেটাও পাবেন ব্যবহারকারীরা।
advertisement
4/7
অন্যদিকে ৫৪৫ টাকার প্ল্যানের আওতায় ব্যবহারকারীরা পেয়ে যাবেন প্রতি ২৪ ঘণ্টায় ২ জিবির 4G মোবাইল ডেটা, আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০ এসএমএস এবং অতিরিক্ত ৫ জিবি ডেটা।
advertisement
5/7
ব্যবহারকারী চাইলে নিজের BGMI রিওয়ার্ড রিডিম করতে পারবেন। আর BGMI রিওয়ার্ড রিডিম করার জন্য ব্যবহারকারীকে নিজের প্রিপেড Jio নম্বরে রিচার্জ করতে হবে। এর জন্য ব্যবহারকারীরা উপরে উল্লিখিত যে কোনও একটি প্ল্যান নিতে হবে। এরপরে গ্রাহক কনফার্মেশনের এসএমএস পাবেন। একবার তা এসে গেলে এবার গ্রাহককে MyJio অ্যাপে যেতে হবে।
advertisement
6/7
সেখানে গেলেই পাওয়া যাবে BGMI রিওয়ার্ড কোড। এবার যেতে হবে BGMI রিডিম পেজে। এখানে রিওয়ার্ড কোড-সহ নিজের ক্যারেক্টার আইডি এন্টার করতে হবে। এরপর গ্রাহকদের কাছে একটি মেসেজ আসবে। সেখানে লেখা থাকবে Code has been redeemed।
advertisement
7/7
আবার যাঁরা JioGames অ্যাপ থেকে চেষ্টা করতে চান, তাঁদের জন্যও রয়েছে উপায়। এর জন্য Play Store থেকে সেই JioGames অ্যাপ ইনস্টল করতে হবে। এবার নিজের Jio নম্বর ব্যবহার করে লগ-ইন করতে হবে। এবার জেনে নেওয়া যাক যে, কী কী সুবিধা পাওয়া যাবে। সংশ্লিষ্ট সংস্থার ক্লাউড গেমিং সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা ৫০০টিরও বেশি প্রিমিয়াম গেম স্ট্রিম এবং খেলতে পারবেন। আর সেটা করা যাবে ওয়েব ব্রাউজার, Jio সেট-টপ বক্স এবং অ্যান্ড্রয়েড টিভি-সহ একাধিক ডিভাইসে।