iPhone 15 Pro: ১ লাখ টাকার আইফোন ১৫ প্রো পেয়ে যাবেন মাত্র ৫৫ হাজারে, কোথায় করবেন অর্ডার?
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
iPhone 15 Pro: ৫৪,৩০৫ টাকায় iPhone 15 Pro? ঠিক পড়ছেন, এটাই ডিল, কারা দিচ্ছে, কী করতে হবে দেখে নিন এখনই |
advertisement
1/8

সকলেরই হাতে হাতে স্মার্টফোন, তার একেকটার ক্যামেরা ফিচার তাকলাগানো। ই-কমার্স সাইটগুলোও তাই এই সময়ে ঢালাও ডিসকাউন্ট দেয়, যাতে পুজোর দিন আর মন দুই হয়ে উঠতে পারে পিকচার পারফেক্ট।
advertisement
2/8
দুর্গাপুজো না হয় শেষ, তা বলে উৎসবের মরশুম তো আর শেষ নয়। কয়েকদিন পরেই আসছে লক্ষ্মীপুজো, একটা ভাল ফোন না থাকলে বাড়ির ঠাকুরের ঝলমলে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হবে কী করে! পায়ে পায়ে এগিয়ে আসছে কালীপুজো তথা দীপাবলি উদযাপনের সময়ও। ফোন হাতে তাই তৈরি থাকতেই হবে।
advertisement
3/8
কথা হল, ভাল ফোন বললেই সবার আগে আমাদের মাথায় আইফোনের কথা আসে। দোষও দেওয়া যায় না, তার ফিচারই যে নজরকাড়া, হাতে থাকলে কলার আপনা থেকেই উঁচু হয়ে যায়। দামের জন্য আইফোন কেনা অনেকেরই সাধ্যের বাইরে, তবে ই-কমার্স সাইটে ডিলও বিস্তর। এবার যেমন অ্যামাজনে স্রেফ ৫৪,৩০৫ টাকায় মিলছে iPhone 15 Pro।
advertisement
4/8
ই-কমার্স সাইটে অনেক জালিয়াতি হয়, নকল অফার ওঁত পেতে থাকে গ্রাহককে লুটবে বলে। এটা কিন্তু একেবারে সত্যি ডিল, কোনও রকম ঝুঁকির ভয় এখানে নেই, তেমনটাই দাবি করছে অ্যামাজন। কীভাবে এতটা কম দামে iPhone 15 Pro দিতে পারছে তারা, সেটা এবার দেখে নেওয়া যাক।
advertisement
5/8
iPhone 15 Pro-এর আসল দাম ১,৩৯,৮০০ টাকা। এই ডিল, যা দেখা যাচ্ছে, একেবারে ৬৫,৫৯৫ টাকার ছাড় দিচ্ছে। সেটা কীভাবে, এবার দেখে নেওয়া যাক সেই হিসেব।
advertisement
6/8
১,৩৯,৮০০ টাকা থেকে প্রথমে অ্যামাজনে iPhone 15 Pro-এর দাম কমিয়ে রাখা হয়েছে ১,১৯,৯০০ টাকায়। মানে, ৫ শতাংশ মতো ডিসকাউন্ট দেওয়া হয়েছে। গ্রাহকরা তাঁদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে ৫৯,৬০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর সঙ্গে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে কিনলে আরও ৫,৯৯৫ টাকা ছাড় পাওয়া যাবে। কেউ যদি এই সবকটা ছাড়ের সুবিধা পান, তাহলে iPhone 15 Pro-এর দাম অ্যামাজনের এই ডিলে একধাক্কায় নেমে আসবে ৫৪,৩০৫ টাকায়।
advertisement
7/8
এক নজরে দেখে নেওয়া যাক ফোনের উল্লেখযোগ্য ফিচারও! 6.1 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, রেজোলিউশন 1179x2556 পিক্সেলস। - হেক্সা-কোর Apple A17 Pro চিপসেট, 8GB RAM, ওয়্যারলেস চার্জিং । - 48MP মেইন ক্যামেরা, 12MP আলট্রা ওয়াইড লেন্স, 12MP শ্যুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, 12MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর
advertisement
8/8
- iOS 17 অপারেটিং সিস্টেম। - 128GB, 256GB, 512GB, এবং 1TB মেমোরি বিকল্প। - ডুয়াল সিম, ন্যানো সিম সাপোর্ট। - IP68 রেটিং