AC water for Plants: জল সংরক্ষণ জরুরি তো বটেই, তা এসির জল কি গাছে দেওয়া যাবে? কোনও ক্ষতি হবে না তো?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
How to Use AC water for Plants: হাজার হোক, এমনি জল তো নয়, বেরোচ্ছে এসি থেকে, বাগানে দিয়ে জীবহত্যার পাপ লাগবে না তো? গাছেরও যে প্রাণ আছে, ভুললে চলবে না।
advertisement
1/7

নদীমাতৃক এই দেশ এখন তার জল হারাতে বসেছে। নানা রিপোর্টে শোনা যাচ্ছে দারুন আতঙ্কের কথা- আগামী দিনে দেশের অনেক শহর না কি একেবারেই জলশূন্য হয়ে যেতে পারে। এই লক্ষ্যে চলছে সরকার এবং ব্যক্তিগত উদ্যোগে জায়গায় জায়গায় জল সংরক্ষণের পালা।
advertisement
2/7
তা, ভারত গ্রীষ্মপ্রধান দেশ। যতই যা নিয়ম মেনে চলা হোক না কেন, গরমকালে জলের খরচ একটু বেশি হবেই। আবার, খরচ বেশি হলে স্বাভাবিক ভাবেই অপচয়ও হবে একটু-আধটু। এর মধ্যে কিন্তু এসির হিসেবটাও ধরতে হবে। এসি থেকে যে জলটা বেরিয়ে নষ্ট হয়, সেটার কথাই বলা হচ্ছে আর কী!
advertisement
3/7
প্রশ্ন তুলতেই পারেন অনেকে- নষ্ট না করে ওটা গাছে দিলে হয় না? এর সঙ্গেই আবার আসে এক মোক্ষম প্রশ্ন- হাজার হোক, এমনি জল তো নয়, বেরোচ্ছে এসি থেকে, বাগানে দিয়ে জীবহত্যার পাপ লাগবে না তো? গাছেরও যে প্রাণ আছে, ভুললে চলবে না।
advertisement
4/7
কথা হল, এসি থেকে বেরনো জলের টিডিএস লেভেল বেশ কম। টিডিএস মানে হল টোটাল ডিসলভড সলিডস। সহজে বললে, জলে মিশে থাকা নানা দ্রব্যকণা।
advertisement
5/7
এসির জলে এর লেভেল ৪০-৮০ হয়ে থাকে। বাড়ি দূষণপ্রবণ এলাকায় হলে, এসি নিয়মিত সার্ভিস করানো না হলে অবশ্য মাত্রা বাড়তে পারে। তবে মোটের ওপরে এসির জল ডিসটিলড,তাই গাছে দেওয়া যায়। তবে হ্যাঁ, টবের গাছে দিতে হলে একটু সাধারণ জল মিশিয়ে নিলে ভাল হয়। গাছে যে জল দেওয়া হয়, তা অ্যাসিডধর্মী হলে চলবে না।
advertisement
6/7
এসির জল এমনটা নয়ও। তবে দূষণপ্রবণ এলাকায় বাড়ি হলে এসির জলে অ্যাসিডের ভাগ বেশি থাকবে, সেক্ষেত্রে সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এসির জলে খনিজও নেই, যদিও গাছে দেওয়ার পরে তা মাটি থেকে খনিজ শোষণ করতে পারে। বাগানে বা সেচের কাজে যে জল দেওয়া হয়, তা সাধারণ তাপমাত্রার হওয়া উচিত।
advertisement
7/7
এসি থেকে বেরনো জল হয় ঠান্ডা। অতএব, সেটা সাধারণ তাপমাত্রায় এনে ব্যবহার করা যেতেই পারে বাগানের কাজে পরিস্থিতি বুঝে।