TRENDING:

ইলেকট্রিক বিল হয়ে যাবে হাফ! ৩টে অভ্যেস বদলাতে হবে মাত্র! ফেব্রুয়ারিতেই শুরু করুন

Last Updated:
Electricity Bill- কিছু অভ্যেসে বদল করা যেতে পারে। যেমন ধরুন ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় মনে করে লাইট, ফ্যান বন্ধ করা। তাছাড়া এসি একটু হিসেব করে চালানো!
advertisement
1/6
ইলেকট্রিক বিল হয়ে যাবে হাফ! ৩টে অভ্যেস বদলাতে হবে মাত্র! ফেব্রুয়ারিতেই শুরু করুন
ভরা মাঘে শীতের দেখা নেই। ঠান্ডা প্রায় শেষের মুখে! আবহাওয়া অফিস জানিয়েছে, আরও বড়জোর একবার দেখা যাবে শীতে স্পেল। ফলে গরমে আসার আগে কিছু ব্যাপার জেনে রাখা ভাল। এই যেমন ধরুন কীভাবে ইলেকট্রিসিটি বিল কমানো যেতে পারে!
advertisement
2/6
বাড়িতে এখন অনেকেই বেশিরভাগ জায়গায় এলইডি লাইট ব্যবহার করেন। ফলে ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় করেন অনেকে। তবে কিছু অভ্যেসে বদল করলে কিন্তু আরও অনেক টাকা সাশ্রয় করতে পারবেন।
advertisement
3/6
বাড়িতে যদি এসি থাকে, তা হলে আপনাকে বাড়তি সজাগ থাকতে হবে। কোনওভাবেই ইনভার্টার ছাড়া এসি কিনবেন না।
advertisement
4/6
এসি চালালেও অনেকে সঙ্গে পাখা চালান। এই অভ্যেসে কিছুটা রাশ টানতে পারেন। ধরুন, এক ঘণ্টা এসি চালাবেন তা হলে প্রথম ১৫০২০ মিনিট আপনি ফ্যান চালিয়ে ঘর ঠান্ডা করে নিতে পারেন।
advertisement
5/6
অনেক বাড়িতেই মাইক্রোওভেনের ব্যবহার হয় খুব বেশি। এই অভ্যেসে রাশ টানতে হবে। আর সবসময় যে কোনও গেজেট-এর পাওয়ার বাটন অফ করবেন। কখনওই সেগুলোকে স্ট্যান্ড বাই মোডে রাখবেন না।
advertisement
6/6
আরও কিছু অভ্যেসে বদল করা যেতে পারে। যেমন ধরুন ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় মনে করে লাইট, ফ্যান বন্ধ করা। তাছাড়া এসি একটু হিসেব করে চালানো!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ইলেকট্রিক বিল হয়ে যাবে হাফ! ৩টে অভ্যেস বদলাতে হবে মাত্র! ফেব্রুয়ারিতেই শুরু করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল