TRENDING:

Mobile Charger Expiry Date: মোবাইল চার্জারেরও কি 'এক্সপায়ারি ডেট' হয়? মেয়াদ শেষ বুঝবেন কীভাবে? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর, আপনি জানেন?

Last Updated:
Original vs Fake Charger: নকল চার্জার ব্যবহারের ঝুঁকি থেকে বাঁচতে এখনই জেনে নিন আপনার চার্জারটি আসল কিনা। কীভাবে চার্জারের মেয়াদ এবং নিরাপত্তা যাচাই করবেন সহজেই জেনে নিন
advertisement
1/8
চার্জারেরও মেয়াদও শেষ হয়..., কীভাবে জানবেন আপনার মোবাইল চার্জারের এক্সপায়ারি ডেট?
অনেক সময় আমরা নতুন চার্জার কিনে থাকি। তা ফেক বা ডুপ্লিকেট হওয়ার আশঙ্কা থেকে যায়। বেশিরভাগ ব্যবহারকারীরাই এই বিষয়ে বিশেষ কিছু জানেনই না। তবে ভাল বিষয় হল, চার্জার আসল না কি নকল, সেটা বোঝার উপায়টা কিন্তু বেশ সহজ। চার্জারের এক্সপায়ারি ডেট দেখে নিতে পারবেন ব্যবহারকারীরা। আর এটা দেখলেই বোঝা যাবে যে, চার্জারটি নিরাপদ এবং ভরসাযোগ্য!
advertisement
2/8
স্মার্টফোনের চার্জার: ক্রমবর্ধমান উদ্বেগ - বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনের ব্র্যান্ডই ডিভাইসের সঙ্গে আর চার্জার দেয় না। বিশেষ করে আমরা যখন ফ্ল্যাগশিপ মডেলের কথা বলি, তখন তো বটেই! এর মধ্যে অন্যতম হল OnePlus, Realme এবং আরও বেশ কিছু নামীদামি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেল। এর ফলে বাইরে থেকেই আলাদা করে চার্জার কিনতে হয় ব্যবহারকারীদের। যার জন্য বেশ ভাল টাকাই খরচ হয়। যদিও আসল এবং নকল চার্জারের মধ্যে ফারাক করাটা বেশ মুশকিলই!
advertisement
3/8
আসলে দৈনন্দিন কাজের জন্য আজকাল অপরিহার্য হয়ে উঠছে স্মার্টফোন। অনলাইন পেমেন্ট, শপিং, টিকিট বুকিং এবং এন্টারটেনমেন্ট- সব কিছুই আজকাল মুঠোফোনের দৌলতে হাতের মুঠোয় চলে এসেছে। সেই কারণে ভরসাযোগ্য এবং আসল চার্জারই ব্যবহার করা উচিত। কারণ হাই কোয়ালিটি অরিজিনাল চার্জার ফোনের পারফরম্যান্স এবং দীর্ঘায়ুর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
4/8
লো-কোয়ালিটি চার্জার ব্যবহার করলে কী কী ঝুঁকি তৈরি হতে পারে? ভুয়ো বা নকল অথবা লো-কোয়ালিটির চার্জার ব্যবহার করলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হল:১. ওভারহিটিংয়ের সমস্যা বা অতিরিক্ত গরম হয়ে যাওয়া২. ব্যাটারির পারফরম্যান্সে অবনতি৩. ফোন ফেটে যাওয়ার আশঙ্কা
advertisement
5/8
তাই যদি চার্জার আলাদা করে কিনতেই হয়, তাহলে সেটা আসল কি না, সেই বিষয়ে নিশ্চিত হতে হবে। তাহলে সহজেই বিষয়টা যাচাই করা যাবে। এর পাশাপাশি চার্জার কত দিন টিকবে, সেটাও জেনে নেওয়া যেতে পারে।
advertisement
6/8
চার্জার আসল না কি নকল, তা বোঝার উপায়: আসল চার্জার চেনার জন্য এক্সপায়ারি ডেট দেখে নিতে হবে। এই ধাপগুলি অনুসরণ করতে হবে:BIS Care App ডাউনলোড: Android এবং iOS উভয় ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি পাওয়া যায়।অ্যাপ ওপেন করে হোম পেজে যেতে হবে: হোম স্ক্রিনে গিয়ে একাধিক বিকল্প খুঁজে পাবেন ব্যবহারকারী।
advertisement
7/8
এবার Verify R no. under CRS সিলেক্ট করতে হবে। এতে ব্যবহারকারীর সামনে খুলে যাবে দুটি অপশন:১. Product Registration Number দিতে হবে২. চার্জারে থাকা QR Code-টি স্ক্যান করতে হবে।
advertisement
8/8
সমস্ত তথ্য ভেরিফাই করা: চার্জারের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য রেজিস্ট্রেশন নম্বর অথবা QR কোড ব্যবহার করতে হবে। এই তথ্যের মধ্যে চার্জারের এক্সপায়ারি ডেট অন্তর্ভুক্ত থাকবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mobile Charger Expiry Date: মোবাইল চার্জারেরও কি 'এক্সপায়ারি ডেট' হয়? মেয়াদ শেষ বুঝবেন কীভাবে? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর, আপনি জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল