TRENDING:

ঘরের প্রতি কোণেই ঝড় তুলবে WiFi! এই কায়দাগুলো আজ থেকেই কাজে লাগান

Last Updated:
কায়দা করে চললেই কিন্তু বাড়ির যে কোনও কোণে ঝড় তুলতে পারে WiFi। কীভাবে, সেটাই দেখে নেওয়া যাক এক এক করে।
advertisement
1/9
ঘরের প্রতি কোণেই ঝড় তুলবে WiFi! এই কায়দাগুলো আজ থেকেই কাজে লাগান
সেলুলার নেটওয়ার্কের ইন্টারনেটের চেয়ে নিঃসন্দেহে বেশি স্পিড দেয়। কিন্তু তার পরেও WiFi নিয়ে একটা অভিযোগ অনেকেরই থেকে যায়। WiFi-এর সিগন্যাল বাড়ির প্রতি কোণে একই রকম গতিতে কাজ করে না।
advertisement
2/9
অভিযোগ, সত্যি বলতে কী, একেবারে মিথ্যাও নয়। এই ঘটনার সাক্ষী আমরা সবাই। কোনও এক ঘরে WiFi রাউটার আছে, সেখানে বসে কাজ করলে ইন্টারনেটের স্পিড বেশ ভাল পাওয়া যায়, কিন্তু অন্য ঘরে গেলেই কমে যায়, এ তো আমরা সবাই দেখেছি।
advertisement
3/9
তবে, কিছু কায়দা করে চললেই কিন্তু বাড়ির যে কোনও কোণে ঝড় তুলতে পারে WiFi। কীভাবে, সেটাই দেখে নেওয়া যাক এক এক করে।
advertisement
4/9
রাউটারটি সঠিক অবস্থানে রাখা দরকার:রাউটারটি আমাদের বাড়ির কেন্দ্রীয় কোনও স্থানে রাখার চেষ্টা করতে হবে। যাতে সর্বাধিক কভারেজ বাড়ির বেশিরভাগ অংশে পৌঁছতে পারে। মনে রাখতে হবে যে এক্ষেত্রে রাউটারটি একটু উঁচু জায়গায় রাখতে হবে এবং এটিকে খোলা রাখতে হবে। অর্থাৎ, উপরে কোনও ঢাকনা থাকলে চলবে না।
advertisement
5/9
কাজে আসতে পারে একটি WiFi রেঞ্জ সিস্টেম ব্যবহার:একটি WiFi রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ ওয়াইফাই সিস্টেম কেনা আমাদের পুরো বাড়িতে বিদ্যমান WiFi নেটওয়ার্কের কভারেজ বাড়ানোর একটি ভাল উপায় হতে পারে।
advertisement
6/9
হাই পারফরম্যান্স রাউটারে আপগ্রেড করা: কেউ যদি পুরনো রাউটার ব্যবহার করেন তবে তার কর্মক্ষমতা খুব স্বাভাবিক ভাবেই সময়ের সঙ্গে সঙ্গে প্রভাবিত হতে পারে। এমন পরিস্থিতিতে, আরও ভাল রেঞ্জ এবং ক্ষমতা সহ আরও শক্তিশালী রাউটার কেনা একটি ভাল বিকল্প হতে পারে।
advertisement
7/9
WiFi সেটিংস অপ্টিমাইজ করতে হবে:কাছাকাছি নেটওয়ার্ক থেকে বাধা কমাতে রাউটারে WiFi চ্যানেল অ্যাডজাস্ট করা দরকার। অননুমোদিত অ্যাক্সেস রোধ করতে WiFi-এর সিকিউরিটি ফিচারও এনেবল করে রাখতে হবে।
advertisement
8/9
একটি WiFi রিপিটার ব্যবহার করা: বিদ্যমান WiFi সিগন্যাল ক্যাপচার করতে একটি WiFi রিপিটার রাখলে ভাল হয় এবং আমাদের বাড়ির বাকি অংশেও সিগন্যাল পৌঁছনোর জন্য এটি কাজে আসবে।
advertisement
9/9
তবে হ্যাঁ, উপরে উল্লিখিত উপায়ে কাজ না হলে কোনও পেশাদারের সঙ্গে যোগাযোগ করে সমস্যা ঠিক করিয়ে নেওয়াই উচিত হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ঘরের প্রতি কোণেই ঝড় তুলবে WiFi! এই কায়দাগুলো আজ থেকেই কাজে লাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল