TRENDING:

JioRail App: ঘরে বসে সহজেই বুক করুন ট্রেন টিকিট এইভাবে

Last Updated:
JioPhone আর JioPhone 2-এর জন্য এবার নতুন অ্যাপ নিয়ে এল Reliance Jio
advertisement
1/5
JioRail App: ঘরে বসে সহজেই বুক করুন ট্রেন টিকিট এইভাবে
এখন JioPhone-এ WhatsApp থেকে শুরু করে YouTube শন চলে। এই JioPhone-এর সাহায্যে আপনি ঘরে বসেই রেলের টিকিও বুকিং করতে পারবেন।
advertisement
2/5
JioPhone আর JioPhone 2-এর জন্য এবার নতুন অ্যাপ নিয়ে এল Reliance Jio। এই অ্যাপের সাহায্যে JioPhone-এর গ্রাহকরা IRCTC-র সার্ভিস ফায়দা ওঠাতে পারবেন।
advertisement
3/5
IRCTC-এর সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করেছে Jio। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ই-ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করা যাবে। Jio Rail App ব্যবহার করে আপনি শুধু ট্রেনের টিকিট বুক নয়, বাতিলও করা যাবে।
advertisement
4/5
Jio Rail App থেকে টিকিটের PNR স্ট্যাটাস চেক করা যাবে। এছাড়াও ট্রেনের টাইম টেবিল, রুট আর কোন ট্রেনে কত সিট বাকি রয়েছে তা জানা যাবে। এছাড়াও যে কোন ট্রেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে তা জানা যাবে এই অ্যাপ থেকে। ভবিষ্যতে গ্রাহককে PNR স্ট্যাটাস চেঞ্জ অ্যালার্ট,লোকাল ট্রেন আর খাবার ডেলিভারি করার পরিষেবা নিয়ে আসার পরিকল্পনাও করছে Jio।
advertisement
5/5
কীভাবে করবেন ডাউনলোড - JioPhone ইরজাররা Jio App স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এর সাহায্যে আপনি তৎকাল টিকিটও বুক করতে পারবেন। যদি কারুর কাছে IRCTC অ্যাকাউন্ট না থাকে তো এই অ্যাপের সাহায্যে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
JioRail App: ঘরে বসে সহজেই বুক করুন ট্রেন টিকিট এইভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল