Honor Magic 3: আসছে ৫টা ক্যামেরার Smartphone, লঞ্চ-এর আগে ফোনের ছবি কাঁপাচ্ছে বাজার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ফোনের পিছন দিকে গোল ওয়েবল-এর উপর পাঁচটি ক্যামেরা সেট-আপ লেন্স রয়েছে।
advertisement
1/5

একটা-দুটো নয়, আসছে পাঁচটা ক্যামেরার স্মার্টফোন। কয়েকদিনের মধ্যেই Honor-এর সেই ফোন বাজার কাঁপাতে আসছে। স্যামসাং, আই ফোন-এর মডেলগুলিকে টক্কর দেবে এই ফোন।
advertisement
2/5
AnTuTu এক রিপোর্টে জানাচ্ছে, এই ফোনের নাম হবে Honor Magic 3. অনেকটা huawei mate 40 porsche-এর মতো ডিজাইন।
advertisement
3/5
মেইন ক্যামেরা 1/1.28 সেন্সর সমেত 50MPএ-র হতে পারে। 64MPএ-র একটি পেরিস্কোপ ক্যামেরা থাকবে। 3.5X অপ্টিক্যাল জুম হবে। আলট্রাওয়াইড, ম্য়াক্রো, ডেপথ সেন্সর থাকতে পারে।
advertisement
4/5
Honor Magic 3 স্ন্যাপড্রাগন 888+ ডিপসেট থাকবে। তবে এই ফোন সম্পর্কে বেশি কিছু এখনই জানা যায়নি।
advertisement
5/5
লঞ্চ-এর আগেই এই ফোনের ছবি লিক হয়েছে। ফোনের পিছন দিকে গোল ওয়েবল-এর উপর পাঁচটি ক্যামেরা সেট-আপ লেন্স রয়েছে।