Holi: ফোনে নয়, রঙ লাগুক মনে, সাধের গ্যাজেটকে রক্ষা করুন এইভাবে
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আনন্দের মাঝেও আমাদের মনে রাখতে হবে আমাদের ফোন বা বিভিন্ন গ্যাজেটগুলিতে কিন্তু রঙ লাগালে চলবে না। এই সহজ টিপসগুলি মেনে চললে সহজেই আনন্দ উৎসবে মেতে ওঠা যাবে।
advertisement
1/9

সারা দেশ দোলের উৎসবে মেতে উঠছে দোলে। এই দিনে সকলে নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে রঙের উৎসবে মেতে ওঠেন। তবে আনন্দের মাঝেও আমাদের মনে রাখতে হবে আমাদের ফোন বা বিভিন্ন গ্যাজেটগুলিতে কিন্তু রঙ লাগালে চলবে না। এই সহজ টিপসগুলি মেনে চললে সহজেই আনন্দ উৎসবে মেতে ওঠা যাবে।
advertisement
2/9
ওয়াটার প্রুফ জিপলক ব্যাগ ফোন বা অন্যান্য গ্যাজেট রক্ষা করার সহজ উপায় হল ওয়াটার প্রুফ জিপ লক ব্যাগ ব্যবহার করা। এতে রঙ, জল বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ গ্যাজেটের ভেতরে প্রবেশ করতে পারবে না।
advertisement
3/9
প্যাটার্ন বা নম্বর লকরঙ খেলার সময় সারা মুখে রঙ লেগে থাকায় অনেক সময় ফেস রেকগনিশন ফিচার কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আগে থেকে ফোনে বা গ্যাজেটে প্যাটার্ন বা নম্বর লক সেট করা যেতে পারে।
advertisement
4/9
ভেজা ফোন চার্জ করা থেকে বিরত থাকাযদি রঙ খেলতে গিতে ফোনের বাইরের অংশ ভেজা থাকে বা ভেতরে জল ঢুকে যায় তবে অবশ্যই চার্জ করা থেকে বিরত থাকতে হবে। তবে গ্যাজেট শোকানোর জন্য ব্লো ড্রায়ার ব্যবহার না করাই ভাল। এতে আবার ফোন বা গ্যাজেট ড্যামেজ হতে পারে।
advertisement
5/9
গ্যাজেট শিল্ড ব্যবহার করাসবর্দা ফোন বা গ্যাজেটের স্ক্রিনকে শিল্ড দিয়ে ঢেকে রাখা উচিত। এর সাহায্যে ফোনে বা গ্যাজেটে সরাসরি রঙ লাগবে না।
advertisement
6/9
ন্যানো কোটিং স্ক্রিন ব্যবহারন্যানো কোটিং স্ক্রিন আমাদের ফোনে বা গ্যাজেটে একটি অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে।
advertisement
7/9
স্মার্ট স্ক্রিন বাজারে বিভিন্ন ধরনের অত্যাধুনিক স্মার্ট স্ক্রিন পাওয়া যায় যা রঙ, জল বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে আমাদের ফোনকে রক্ষা করে।
advertisement
8/9
সিলিকা পাউচঅত্যন্ত সাশ্রয়ী মূল্যে আজকাল বাজারে সিলিকা পাউচ পাওয়া যায় যা জল বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে আমাদের ফোনকে রক্ষা করে।
advertisement
9/9
গ্লিসারিন বা ময়েশ্চারাইজার ব্যবহারইয়ার প্লাগ সুরক্ষিত রাখতে গ্লিসারিন বা ময়েশ্চারাইজার ব্যবহার করা যায়।