TRENDING:

এই সস্তার বাইক এখন গোটা দেশে এক নম্বর! ধারে-কাছে নেই Apache, Pulsar

Last Updated:
India's Best Bike: দেশের এক নম্বর বাইক এখন এটি। যেমন সস্তা, তেমন দারুন মাইলেজ।
advertisement
1/6
এই সস্তার বাইক এখন গোটা দেশে এক নম্বর! ধারে-কাছে নেই Apache, Pulsar
বিক্রির নিরিখে এখন দেশে এক নম্বর বাইক হিরো স্প্লেনডর। গত বছর এই মডেল বিক্রি হয়েছে ২,১২,৩৪১ ইউনিট।
advertisement
2/6
১৯৯৪ সালে লঞ্চ হয়েছিল হিরো স্প্লেনডর। তার পর থেকে তিন দশক ধরে বহু গ্রাহক এই মডেল কিনেছেন।
advertisement
3/6
লো মেনটেনেন্স ও ভাল মাইলেজের জন্য গ্রাহকদের প্রথম পছন্দ স্প্লেনডর। ২৮ বছরে একাধিকবার আপগ্রে়ড করে এই মডেল লঞ্চ করেছে হিরো।
advertisement
4/6
100cc সিঙ্গল সিলিন্ডার OHC ইঞ্জিন থাকে এই মডেলে। Splendor+-এর দাম ৭১,৭৬ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।
advertisement
5/6
এই মডেলে ইলেকট্রিক এবং কিক স্টার্ট রয়েছে। প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন ফুয়েল সিস্টেম থাকে। Hero Splendor+ তিনটি বিকল্পে পাওয়া যায়।
advertisement
6/6
অনেক গ্রাহক দাবি করেছেন, এই মডেলে তাঁরা প্রতি লিটার পেট্রোলে ৭০ কিমি পর্যন্ত মাইলেজ পেয়েছেন। Splendor+ BS6-এর ফুয়েব ক্যাপাসিটি ৯.৮ লিটার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এই সস্তার বাইক এখন গোটা দেশে এক নম্বর! ধারে-কাছে নেই Apache, Pulsar
Open in App
হোম
খবর
ফটো
লোকাল