TRENDING:

Google: Google বন্ধ করে দিচ্ছে এই জনপ্রিয় ফিচার, নিজের জিনিস এবার আপনাকেই সামলাতে হবে

Last Updated:
গুগলের এই অ্যালবাম আর্কাইভ ফিচার ইউজারদের গুগলের বিভিন্ন প্রোডাক্টের কনটেন্ট দেখতে এবং পরিচালনা করতে অনুমতি দিত।
advertisement
1/7
Google বন্ধ করে দিচ্ছে এই জনপ্রিয় ফিচার, নিজের জিনিস এবার আপনাকেই সামলাতে হবে
জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি গুগল তাদের একটি ফিচার চিরতরে বন্ধ করে দিতে চলেছে। গুগলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের অ্যালবাম আর্কাইভ ফিচারটি বন্ধ করা হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের ১৯ জুলাই বন্ধ করে দেওয়া হবে গুগলের অ্যালবাম আর্কাইভ ফিচার। অর্থাৎ ১৯ জুলাই থেকে গুগলের এই ফিচার আর ব্যবহার করতে পারবেন না ইউজাররা। গুগলের এই অ্যালবাম আর্কাইভ ফিচার ইউজারদের গুগলের বিভিন্ন প্রোডাক্টের কনটেন্ট দেখতে এবং পরিচালনা করতে অনুমতি দিত।
advertisement
2/7
গুগল যে আগামী ১৯ জুলাই থেকে তাদের অ্যালবাম আর্কাইভ ফিচার বন্ধ করে দিতে চলেছে, সেই বিষয়ে ইউজারদের জানাতে তারা ই-মেল পাঠানো শুরু করেছে। গুগলের তরফে ইউজারদের সেন্ড করা সেই ইমেলের টাইটেল হল ‘An update to Album Archive।’
advertisement
3/7
গুগলের পক্ষ থেকে ইউজারদের পাঠানো সেই ই-মেলে জানানো হচ্ছে যে, ২০২৩ সালের ১৯ জুলাই থেকে অ্যালবাম আর্কাইভ ফিচার বন্ধ হতে চলেছে। সুতরাং আগামী ১৯ জুলাই থেকে ইউজাররা আর ব্যবহার করতে পারবেন না গুগলের এই অ্যালবাম আর্কাইভ ফিচার। তাই ইউজারদের সকল ডেটা ডাউনলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে। ডেটা ডাউনলোড করতে ইউজারদের Google Takeout ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
4/7
গুগলের তরফে পাঠানো সেই ই-মেলে জানানো হয়েছে, 'অ্যালবাম আর্কাইভের সাহায্যে ইউজাররা গুগলের প্রোডাক্ট দেখতে ও পরিচালনা করতে পারবেন। শুধুমাত্র যে সকল কনটেন্ট অ্যালবাম আর্কাইভে থাকবে তা ডিলিট করা হবে। তাই ১৯ জুলাইয়ের আগে Google Takeout-এর মাধ্যমে নিজেদের ডেটা ডাউনলোড করুন।'
advertisement
5/7
এখানে ডেটা ট্রান্সফার করা যেতে পারে - Google ইউজারদের ই-মেলের মাধ্যমে একটি ডাউনলোড লিঙ্ক পাঠাতে পারে অথবা Google Drive, IDrive, OneDrive, বা Dropbox-এর মতো সেরা ক্লাউড স্টোরেজ সার্ভিসে ডেটা স্থানান্তর করা যাবে।
advertisement
6/7
যে সকল ইউজার এখনও কোনও ই-মেল পায়নি, তাঁরা তাঁদের গুগল অ্যাকাউন্টে অ্যালবাম আর্কাইভ পেজটি দেখতে পারেন। সেখানে তাঁরা একটি ব্যানার দেখতে পাবেন, যেখানে ইউজারদের জানানো হয়েছে যে, ২০২৩ সালের ১৯ জুলাইয়ের মধ্যে নিজেদের কনটেন্ট সরিয়ে নিতে।
advertisement
7/7
এর পাশাপাশি জেনে রাখা প্রয়োজন যে, গুগল তাদের ড্রপবক্স, গুগল ডক্স, শিট এবং স্লাইডের সঙ্গে তার ইন্টিগ্রেশন পরিবর্তন করছে। গুগল তাদের ইউজারদের ই-মেলের মাধ্যমে এই পরিবর্তন সম্পর্কেও জানিয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Google: Google বন্ধ করে দিচ্ছে এই জনপ্রিয় ফিচার, নিজের জিনিস এবার আপনাকেই সামলাতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল