TRENDING:

Fraud Job Alert: ভুয়ো ব্যাঙ্কের চাকরির আবেদন সাড়া দিয়ে বিপদ! মাইনের বদেল খোয়া গেল ব্যাঙ্কে জমানো টাকা

Last Updated:
সামাজিক মাধ্যমে ব্যাংকের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করতেই প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ না দিয়ে সরাসরি চাকরির জয়নিং লেটার হাতে পাচ্ছেন তাঁরা। খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। 
advertisement
1/6
ভুয়ো ব্যাঙ্কের চাকরির আবেদন সাড়া দিয়ে বিপদ! মাইনের বদেল খোয়া গেল ব্যাঙ্কে জমানো টাকা
সামাজিক মাধ্যমে ব্যাঙ্কের চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করতেই প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ না দিয়ে সরাসরি চাকরির জয়েনিং লেটার হাতে পাচ্ছেন তাঁরা। খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। এরপরেই খোঁজখবর নিয়ে জানতে পারেন সম্পূর্ণটাই ভুয়ো। এমনভাবেই বিজ্ঞাপন দেখে আবেদন করতেই প্রতারণার শিকার এক যুবক। (সুস্মিতা গোস্বামী )
advertisement
2/6
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকার বাসিন্দা ওই তরুণ। সরাসরি চাকরির জয়নিং লেটার হাতে পেতেই বুঝতে পারে প্রতারণার ফাঁদে পা দিয়েছে ওই তরুণ। প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই এরপর বালুরঘাটে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
advertisement
3/6
সূত্রের খবর, কিছু দিন আগে ফেসবুকে বিজ্ঞাপন দেখেই চাকরির আবেদন করেছিলেন সাহেব কাছারির তরুণ সৌমিক চন্দ। প্রথমে আবেদন করতে দিয়েছিলেন ৩০০ টাকা। এরপরে বলা হয় ২৮৭৫ টাকা দিলে পরে চাকরির জয়েনিং লেটার দেওয়া হবে। ওই টাকাও দেন তরুণ। তারপর আবার ফোন করে আরও প্রায় ১১ হাজার টাকা চাওয়া হয় ডিপোজিট মানি হিসেবে।
advertisement
4/6
পরীক্ষা ইন্টারভিউ ছাড়ায় জয়নিং লেটার কী করে দেওয়া হল! এতেই সন্দেহ হয় ওই তরুণের। এরপর খোঁজখবর নিয়ে জানতে পারেন সম্পূর্ণটাই ভুয়ো। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
5/6
তাই হঠাৎই যদি মনে করেন যে আপনার কাছে ভুয়া ব্যাঙ্কের চাকরির প্রস্তাব এসেছে, তাহলে তা নিশ্চিত করার জন্য আপনার তথ্য যাচাই করা জরুরি। জালিয়াতি চিহ্নিত করার জন্য চাকরির প্রস্তাবের ভাষা, যোগাযোগের মাধ্যম, এবং অফারে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে হবে।
advertisement
6/6
এর পাশাপাশি অন্যদের সতর্ক করা এমনকি সামাজিক মাধ্যম, বন্ধু-বান্ধব, এবং পরিবারের সদস্যদের মধ্যে এই সম্পর্কে সচেতনতা তৈরি করা আবশ্যক।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Fraud Job Alert: ভুয়ো ব্যাঙ্কের চাকরির আবেদন সাড়া দিয়ে বিপদ! মাইনের বদেল খোয়া গেল ব্যাঙ্কে জমানো টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল