Petrol Pump Scam: পেট্রোল পাম্পে অজান্তেই রোজ ঠকছেন! কীভাবে তা ধরবেন হাতে-নাতে? রইল উপায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Petrol Pump Scam: পেট্রোল পাম্পে গাড়িতে বা বাইকে তেল ভরাতে গিয়ে সহজেই ঠকে যেতে পারেন যে কেউ। নানারকমভাবে প্রতারণার শিকার হতে পারেন আপনি। আপনার টাকা হতে পারে নষ্ট।
advertisement
1/6

পেট্রল পাম্পে গাড়িতে বা বাইকে তেল ভরাতে গিয়ে সহজেই ঠকে যেতে পারেন যে কেউ। নানারকমভাবে প্রতারণার শিকার হতে পারেন আপনি। আপনার টাকা হতে পারে নষ্ট।
advertisement
2/6
সাধারণ পেট্রল পাম্পে গিয়ে আম আদমি ঠকে যায় অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার অভাবে। কীভাবে আপনাকে ঠকানো হতে পারে, আর আপনি কীভাবে তা থেকে বাঁচতে পারেন সেই উপায় তুলে ধরা হল এই প্রতিবেদনে।
advertisement
3/6
পাম্পে গিয়ে গাড়িতে বা বাইকে তেল ভরানোর সময় সবসময় মিটারটি চেক করে নেবেন। অনেক সময় শূন্য দেখালেও তরপরই মুহূর্তেই কয়েক লিটার পার করে যায়। যা জালিয়াতির ফলেই হয়। ফলে তেল ভরানোর ভাল করে মিটারটি দেখে নেবেন।
advertisement
4/6
পেট্রোল বা ডিজেল ভরানোর সময়, ছোট পরিমাণে তেল ভরানোর চেষ্টা করুন। অর্থাৎ, ১০০ বা ২০০ টাকার পরিবর্তে ২, ৩ বা ৫ লিটার তেল ভরানোর অভ্যাস গড়ে তুলুন। এতে ঠকার সম্ভাবনা কম।
advertisement
5/6
পাম্পে গিয়ে ১০০ বা ২০০ টাকার রাউন্ড ফিগারে কখনও তেল না ভরানোই ভাল। অনেক পাম্পে মেশিনে আগে থেকেই তেলের পরিমাণ সেট করা থাকে, যার ফলে আপনি ঠকতে পারেন। তাই ১১০ বা ২২০ এমন টাকার তেল ভরান। তাতে মাপ সঠিক পেতে পারেন।
advertisement
6/6
আপনার এলাকার পেট্রোল পাম্পে যাওয়া সবচেয়ে ভালো। আপনি যেখানকার পরিচিত এবং নির্ভরযোগ্য পাম্পে তেল ভরাবেন, সেখানকার সুনাম আপনাকে নিশ্চিত করবে যে, সেখানে প্রতারণা করার কোনো সুযোগ নেই।