TRENDING:

Flipkart Big Shopping Utsav 2024: দিওয়ালির আগে অফারের বন্যা! ব্যাপক সস্তায় AC, ফ্রিজ, TV! বুক করুন আজই

Last Updated:
Flipkart Big Shopping Utsav 2024: ৮০ শতাংশ পর্যন্ত ছাড়! ফ্লিপকার্টে এবার শুরু হল ‘বিগ শপিং উৎসব’, দীপাবলির আগেই সাজিয়ে ফেলুন ঘর
advertisement
1/5
দিওয়ালির আগে অফারের বন্যা! ব্যাপক সস্তায় AC, ফ্রিজ, TV! বুক করুন আজই
‘বিগ বিলিয়ন ডেজ সেল’-এর পর ৯ অক্টোবর বুধবার থেকে ফ্লিপকার্টে শুরু হয়েছে ‘বিগ শপিং উৎসব’। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। প্রায় সব প্রোডাক্টেই মিলছে বিপুল ছাড় এবং অফার। নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে মিলবে স্পেশাল ডিসকাউন্টও।
advertisement
2/5
দুর্গাপুজো চলছে। সামনে দীপাবলি। কেনাকাটার এই তো সময়। ই-কমার্স ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের কার্ডে কেনাকাটায় ১০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। এর সঙ্গে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে মিলবে ৫ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া পে লেটার পেমেন্ট অপশনের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ১ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট সুবিধাও পাবেন গ্রাহকরা।
advertisement
3/5
বিগ শপিং উৎসব-এ অ্যাপল, ভিভো, স্যামসং, মটোরোলা ইত্যাদি সেরা ব্র্যান্ডের স্মার্টফোন মিলছে অনেক কম দামে। রয়েছে নানা অফারও। স্যামসাং গ্যালাক্সি S23, গ্যালাক্সি S24+, আইফোন ১৫, আইফোন ১৫ প্রো, নাথিং ফোন ২এ, গুগল পিক্সেল ৮, এবং মটোরোলা G85 5G-এর উপর বড় ছাড় পাওয়া যাচ্ছে।
advertisement
4/5
অন্যান্য প্রোডাক্টেও ছাড় রয়েছে। CMF ফোন ১ (৬জিবি + ১২৮জিবি স্টোরেজ) অফার সহ পাওয়া যাচ্ছে ১২,৪৯৯ টাকায়। এছাড়াও গ্রাহক Oppo K12x 5G কিনতে পারবেন মাত্র ১১,৮৪৪ টাকায়। ইলেকট্রনিক্স গ্যাজেট কিনতে চাইলেও এটাই আদর্শ সময়। বিগ শপিং উৎসব-এ ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, টিভি ইত্যাদিতেও মিলছে বিপুল ডিসকাউন্ট। ফ্লিপকার্টের ওয়েবসাইট অনুযায়ী, এই সব প্রোডাক্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহক। শুধু তাই নয়, সাউন্ডার, নতুন প্রিমিয়াম ইয়ারবাড, স্মার্টওয়াচের মতো স্মার্ট গ্যাজেটেও ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে।
advertisement
5/5
ফ্লিপকার্ট কোম্পানির নিজস্ব ব্র্যান্ড Marq-এর প্রোডাক্টেও মিলছে ৮০ শতাংশ ডিসকাউন্ট। দুর্দান্ত এনার্জি রেটিং সহ পাওয়ার সেভিং এসি বিক্রি হচ্ছে মাত্র ১৯,৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডিসকাউন্ট দিয়ে ওয়াশিং মেশিনের দাম শুরু হচ্ছে ৬২৯০ টাকা থেকে। ফ্রিজ বিক্রি হচ্ছে ৮৪৯০ টাকায়। দীপাবলির আগে ঘর সাজানোর এর চেয়ে ভাল সুযোগ আর মিলবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Flipkart Big Shopping Utsav 2024: দিওয়ালির আগে অফারের বন্যা! ব্যাপক সস্তায় AC, ফ্রিজ, TV! বুক করুন আজই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল