TRENDING:

Flipkart-এ চলছে Big Saving Days সেলে, iPhone 11, Asus ROG Phone 3-সহ একাধিক ফোনে আকর্ষণীয় ছাড়

Last Updated:
আগামীকাল পর্যন্ত Flipkart-এ এই সেল উপলব্ধ থাকবে। পাওয়া যাবে নো-কস্ট EMI থেকে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা
advertisement
1/6
Flipkart Big Saving Days সেল, iPhone 11 আর Asus ROG Phone ফোনে আকর্ষণীয় ছাড়
Flipkart Big Saving Days Sale: জানুয়ারিতেই একাধিক অফার নিয়ে হাজির হয়েছিল ই-কমার্স জায়েন্ট Flipkart। এবার আবারও ফ্লিপকার্টে শুরু হচ্ছে Big Saving Day's সেল। ফোন থেকে গ্যাজেট, একাধিক জিনিসে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। আগামীকাল পর্যন্ত Flipkart-এ এই সেল উপলব্ধ থাকবে। পাওয়া যাবে নো-কস্ট EMI থেকে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা। SBI Credit Card ব্যবহারকারীরা যে কোনও মোবাইল ফোন কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারে। এছাড়াও বিশেষ কিছু স্মার্ট ফোনে থাকছে বিশেষ ছাড়।
advertisement
2/6
Apple iPhone 11 - Apple iPhone 11 (64 GB), যার বাজার মূল্য ৫৪ হাজার ৯০০ টাকা, এই সেলে পাওয়া যাবে ৪৬ হাজার ৯৯৯ টাকায়। এই ফোনটি পাঁচটি রঙে উপলব্ধ রয়েছে। 6.1-inch লিকুইড রেটিনা HD LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে। পাশাপাশি 12MP প্রাইমারি ক্যামেরা ও A13 বায়োনিক চিপ। SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ফোন কিনলে ১০ শতাংশ ছাড় পেতে পারেন। এতে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে।
advertisement
3/6
Realme X3 SuperZoom-এর বাজার মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা। এই সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ২২ হাজার ৯৯৯ টাকায়। 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজের এই ফোনে রয়েছে 4,200 mAh ব্যাটারি, যাতে ৩০ ওয়াটের একটি চার্জার পাওয়া যাচ্ছে। এর ক্যামেরার জন্যই বিখ্যাত এই ফোন। রয়েছে 64MP + 12MP +8MP + 2MP ক্যামেরা। পাশাপাশি 60x ডিজিটাল জুম। এই ফোনে নো কস্ট EMI পাওয়া যাচ্ছে।
advertisement
4/6
Samsung Galaxy S20 ফ্যান এডিশনের দাম বাজারে ৪৪ হাজার ৯৯৯ টাকা। এই ফোনটিতেও এই সেলে ছাড় পাওয়া যাচ্ছে। ২৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার থাকছে।
advertisement
5/6
Asus ROG Phone 3 - 6.59-inch Full-HD+ AMOLED ডিসপ্লের Asus ROG Phone 3-এ Qualcomm Snapdragon 865+ processor পাওয়া যাচ্ছে। এই ফোনে 64-megapixel প্রাইমারি ক্যামেরা থাকছে। রয়েছে 6,000mAh ব্যাটারির অপশন। Flipkart-র এই সেলে এই ফোন ৪১ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
advertisement
6/6
Poco X3 - 6.67-inch full-HD+ ডিসপ্লের এই ফোনেও ছাড় পাওয়া যাচ্ছে। Qualcomm Snapdragon 732G SoC-র Poco X3-তে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেট-আপ। এই ফোনটি মাত্র ১৪ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Flipkart-এ চলছে Big Saving Days সেলে, iPhone 11, Asus ROG Phone 3-সহ একাধিক ফোনে আকর্ষণীয় ছাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল