আর শুধু চ্যাট নয়, ডেটিংয়ের সুযোগ দেবে Facebook ! মাত্র ৪ মিনিটে পেয়ে যান মনের মতো জীবনসঙ্গী
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই ডেটিং অ্যাপের মাধ্যমে ইউজাররা শুধুমাত্র একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে
advertisement
1/5

এবার অনলাইন ডেটিং অ্যাপ সার্ভিস নিয়ে এল সোশ্যল মিডিয়া জায়েন্ট Facebook। Tinder, OKCupid ও Bumble - এর মতন অ্যাপগুলোকে টেক্কা দিতে নতুন এই সার্ভিস সুরু করল ফেসবুক। এবার ব্যবহারকারীরা কাউকে পছন্দ করে, তার সঙ্গে ডেটেও যেতে পারবেন। এই অ্যাপটির নাম স্পার্কড (Sparked) রেখেছে ফেসবুক। বর্তমানে এই অ্যাপটি টেস্টিং মোডে রয়েছে। ফেসবুক দাবি করেছে যে এটি বাজারে থাকা অনান্য ডেটিং অ্যাপ থেকে আলাদা। এটিকে অ্যাক্সেস করাও একটু চ্যালেঞ্জের কাজ হবে।
advertisement
2/5
কোম্পানি অনুজায়ি, Sparked ব্যবহারকারীদের কাছে ভিডিও স্পিড ডেটিং অফার করবে। এই অ্যাপটি গ্রাহকদের জন্য ফ্রি। গ্রাহকরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেই Sparked ডেটিং অ্যাপে লগ ইন করতে পারবেন। Verge-এর রিপোর্ট অনুজায়ি, এই অ্যাপে প্রথম ভিডিও ডেট ৪ মিনিটের জন্য হবে। যেখানে ব্যবহারকারী নিজের সম্পর্কে জানাবে। এই ভিডিওটি অনান্য ইউজারদের দেখানো হবে। আপনার ভিডিওটি যদি কন ইউজারের ভাল লাগে, তাহলে আপনি তাঁর সঙ্গে ডেটে যেতে পারবেন। (Photo collected)
advertisement
3/5
প্রথম ভিডিও ডেটের পরেও যদি দুই ইউজার ফের ডেটে যেতে যান তাহলে দ্বিতীয় ডেট ১০ মিনিটের হবে। একবার ভিডিও আপলোড হলে ফেসবুকের টিম সেটির তদন্ত করবে। এরপরেী আপনি এই ডেটিং অ্যাপে এন্ট্রি পাবেন। (Photo collected)
advertisement
4/5
ফেসবুকের এই ডেটিং অ্যাপে এন্ট্রি নেওয়ার জন্য ইউজারকে একটি ৪ মিনিটের ভিডিও বানাতে হবে। এতে আপনাকে নিজের সম্পর্কে বলতে হবে। সেই সঙ্গে এতে ইউজারকে এটাও বলতে হবে যে আপনি কাকে ডেটে নিয়ে যেতে যান। রিপোর্ট অনুজায়ি, এই ডেটিং অ্যাপের মাধ্যমে ইউজাররা শুধুমাত্র একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে। (Photo collected)
advertisement
5/5
ডেটিংয়ের জন্য কোনও ম্যাচ পেলে, আপনার ইনস্টাগ্রাম, আইএময়েজ বা ই-মেইলের মাধ্যমে কথা বলার সুযোগ থাকবে। সম্প্রতি ফেসবুক আমেরিকা আর ইউরোপে এই বিশেষ ডেটিং অ্যাপটি চালু করেছে। (Photo collected)