TRENDING:

Electricy Bill: অযথা প্রতি মাসে এত্ত এত্ত টাকা বিদ্যুতের বিল দিচ্ছেন! এই নিয়মে চললে খরচ হবে অর্ধেক

Last Updated:
Electricy Bill: বিদ্যুতের বিল মেটাতে নাজেহাল? এই ৬ টিপস মেনে চলুন, অনেক টাকা বেঁচে যাবে
advertisement
1/7
অযথা প্রতি মাসে এত্ত এত্ত টাকা বিদ্যুতের বিল দিচ্ছেন! এই নিয়মে চললে খরচ হাফ!
বিদ্যুতের খরচ দিনদিন বাড়ছে। ভবিষ্যতে আরও বাড়বে। ইলেকট্রিক বিল মেটাতে প্রতি মাসে অনেক টাকা খরচ হয়। টান পড়ে মাসকাবারি বাজেটে। এই পরিস্থিতিতে প্রশ্ন হল, বিদ্যুৎ বিল কমানোর কোনও উপায় আছে কী? উত্তর হল, হ্যাঁ আছে। কয়েকটা ছোটখাটো জিনিস মেনে চললেই বিদ্যুতের বিল অর্ধেক হয়ে যাবে। Photo- Representative
advertisement
2/7
বিদ্যুৎ সাশ্রয়ী আলো: পাখা চলুক না চলুক, সন্ধ্যা হলে আলো জ্বালাতেই হবে। সবচেয়ে বেশি বিদ্যুৎ পোড়ে বাল্ব বা টিউবলাইটে। এখন এর বদলে এলইডি লাগানো যায়। এলইডি বাল্ব ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। তাছাড়া চলেও অনেকদিন। Photo- Representative
advertisement
3/7
বিদ্যুৎ সাশ্রয়ী গ্যাজেট: বিদ্যুৎ সাশ্রয়ী গ্যাজেটে বিনিয়োগ বিদ্যুতের খরচ কমানোর সবচেয়ে কার্যকরী উপায়। ফ্রিজ হোক বা এসি, কেনার আগে এনার্জি স্টার লেবেল দেখে নিতে হবে। এই ধরণের প্রোডাক্ট মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির বেঁধে দেওয়া নির্দেশিকা মেনে বানানো। তাছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণেও কার্যকারিতা বাড়ে। Photo- Representative
advertisement
4/7
ব্যবহার না করলে আনপ্লাগ করতে হবে: অনেকেই ইলেকট্রনিক্স প্রোডাক্টের স্যুইচ অফ করেন কিন্তু প্লাগ লাগানোই থাকে। এই অবস্থাতেও বিদ্যুৎ খরচ হয়। একে ‘ফ্যান্টম’ বা ‘স্ট্যান্ডবাই’ বলে। তাই ডিভাইস ব্যবহার না করলে সেটা আনপ্লাগ করতে হবে। এর ফলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। Photo- Representative
advertisement
5/7
থার্মোস্ট্যাট সেটিংস: থার্মোস্ট্যাট সেটিংস খুব গুরুত্বপূর্ণ। শীতকালে রাত্রিবেলা বা বাড়ির বাইরে থাকলে থার্মোস্ট্যাটকে কম তাপমাত্রায় সেট করতে হয়। আবার গ্রীষ্মে বাড়িয়ে রাখতে হয়। স্বয়ংক্রিয়ভাবে বাড়ির তাপমাত্রায় সামঞ্জস্য রাখার জন্য প্রোগ্রামেবল বা স্মার্ট থার্মোস্ট্যাট ইনস্টল করার কথা ভাবা যায়। Photo- Representative
advertisement
6/7
ওয়াশিং মেশিনের ব্যবহার: জল গরম করার জন্য অনেক বিদ্যুৎ খরচ হয়। ঠান্ডা জলে জামাকাপড় কাচলে বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। পাশাপাশি ফুল লোডে চালানো হচ্ছে কি না সেটা দেখাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জামাকাপড় শুকনোর জন্য ড্রায়ার ব্যবহার না করে রোদে মেলে দিলেও অনেক বিদ্যুৎ বাঁচবে। Photo- Representative
advertisement
7/7
এইচভিএসি সিস্টেম: হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনার সিস্টেমের নিয়মিত রক্ষণাবেক্ষণ গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময় অন্তর ফিল্টার বদলানো থেকে শুরু করে বছরে একবার সার্ভিসিং, অনেকটা বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দিতে পারে। Photo- Representative
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Electricy Bill: অযথা প্রতি মাসে এত্ত এত্ত টাকা বিদ্যুতের বিল দিচ্ছেন! এই নিয়মে চললে খরচ হবে অর্ধেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল