AC Fan Speed: ১, ২, ৩, ৪, ৫... কত নম্বরে চালাবেন ফ্যান? AC-Fan একসঙ্গে চালালেই কমবে বিদ্যুৎ বিল, কিন্তু ঠিক কোন গতিতে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
AC Fan Speed-Electric Bill Reduce: গরম এতটাই বেশি যে শহরের মানুষ একটানা কয়েক ঘণ্টা এসি চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিলও আসছে অনেক বেশি।
advertisement
1/8

গরম এতটাই বেশি যে শহরের মানুষ একটানা কয়েক ঘণ্টা এসি চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিলও আসছে অনেক বেশি। কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি কৌশল বলব যার সাহায্যে আপনি বিদ্যুৎ বিল খানিকটা হলেও বাঁচাতে পারবেন।
advertisement
2/8
একইসঙ্গে এই টিপসে ঘরকে ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডাও রাখতে পারবেন। সবচেয়ে বড় কথা হল এর জন্য আপনার প্রয়োজন কেবল একটি ফ্যান, যা আপনার ঘরে আছেই।
advertisement
3/8
গরমের চোটে AC-র সঙ্গে পুরোদমে ফ্যান চালান অনেকে। ভাবেন, তাতে হয়তো ঘর ঠান্ডা থাকবে। কেউ আবার ফ্যান একেবারে বন্ধ রাখেন, ভাবেন তাতে বোধহয় বিল কম আসবে। এসব ভ্রান্ত ধারণা।
advertisement
4/8
নির্দিষ্ট গতিতে ফ্যান চালালে তাতেই ঘর ঠান্ডা হয় বেশি, সঙ্গে বিদ্যুৎও সাশ্রয় হতে পারে। কোন গতিতে পাখা চালাতে হবে জানেন কি?
advertisement
5/8
যদি আপনার ঘরে এসি এবং ফ্যান দু’টোই লাগানো থাকে, তাহলে আপনি সহজেই এই কৌশলটি করে দেখতে পারেন। আপনি যদি এসি চালান তবে তার সঙ্গে ২-এ চালান ফ্যানটিও। এর ফলে এসির শীতলতা দ্রুত রুমে পৌঁছে যাবে।
advertisement
6/8
পাশাপাশি এক বা দুই ঘণ্টা পরেও এসি বন্ধ করলে পুরো রুম ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডা থাকবে। এখন কিছু মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে, শুধুমাত্র ২-তেই ফ্যান চালানো কেন ঠিক? খুব দ্রুত পাখা চালালে কী হবে?
advertisement
7/8
এসি চালিয়ে ঘরে জোরে ফ্যান চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে না। এছাড়া এসি বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার গরম লাগতে শুরু করবে। যখন ঘরে ফ্যান জোরে চলে, তখন এটি উপরের দিকে এসির ঠান্ডা বাতাস ঘোরাতে থাকে, যার কারণে ঠান্ডা বাতাস নীচে পৌঁছাতে পারে না।
advertisement
8/8
এছাড়াও, জোরে ফ্যান চালালে বাইরে থেকে গরম বাতাস ঘরে টেনে নিয়ে যায়। এই কারণেই বিশেষজ্ঞরা সবসময় এসির পাশাপাশি ঘরে জোরে ফ্যান চালাতে না করেন।