Dolphin Gemma: কী বলতে চায় ডলফিন? না বলা কথা বুঝতে রেডি AI চ্যাটবট! গুগলের Dolphin Gemma হতে পারে মূল চাবিকাঠি
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Dolphin Gemma কী? ডলফিনদের ভাষা বুঝতে AI এবং Pixel 9 ফোনকে কাজে লাগাচ্ছে Google, জেনে নিন বিশদে
advertisement
1/8

ডলফিনরা কী বলছে, এবার সেটাই জানার চেষ্টা করছে Google। আর ডলফিনদের ভাষা বোঝার জন্য AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং Pixel 9 ফোনকে কাজে লাগাচ্ছে তারা।
advertisement
2/8
নন-প্রফিট প্রতিষ্ঠান Wild Dolphin Project (WDP)-এর তরফে আটলান্টিকের ডলফিনদের আচরণ নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। Dolphin Gemma মডেলের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত তথ্য প্রদান করেছে। Google-এর তরফে দাবি করা হয়েছে যে, Dolphin Gemma আসলে এর ওপেন Gemma সিরিজের মডেলের উপর ভিত্তি করে তৈরি। যা ফোনে চলার জন্য পর্যাপ্ত। এটি আসলে ডলফিনের মতো সাউন্ড প্যাটার্ন প্রোডিউস করতে পারে।
advertisement
3/8
WDP-র উদ্দেশ্য হল, একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যা কৃত্রিম ভাবে ডলফিনের কণ্ঠস্বর বা ডাক উৎপন্ন করতে পারে। সেই সঙ্গে Google-এর Pixel 9 স্মার্টফোন ব্যবহার করে আসন্ন সময়ে ডলফিনের আওয়াজ শুনে তা নকল করে একটা জবাব দিতে পারে।
advertisement
4/8
Google-এর মতে, এই কাজের জন্য WDP আগে Pixel 6 ব্যবহার করেছে। Pixel 9-এ আপগ্রেড করে এই প্রতিষ্ঠানের গবেষকরা এআই মডেল রান করতে সক্ষম হয়েছে। আর সেই সঙ্গে টেম্প্লেট ম্যাচিং অ্যালগরিদমও তৈরি করতে পেরেছে।
advertisement
5/8
Pixel স্মার্টফোন ব্যবহার করলে উল্লেখযোগ্য ভাবে স্পেশ্যালাইজড হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা দূর হয়। সেই সঙ্গে পাওয়ার কনজাম্পশনও হ্রাস পায়। ডিভাইসের সাইজ এবং কস্টও কমায়। যা ফিল্ড রিসার্চের ক্ষেত্রে জরুরি উপযোগিতা।
advertisement
6/8
কীভাবে ডলফিনদের উপরে গবেষণা চালানোর পরিকল্পনা করছে Google AI: একটি ব্লগ পোস্ট থেকে জানা গিয়েছে যে, WDP-র মূল লক্ষ্য হল, ডলফিনদের সামাজিক বার্তা আদানপ্রদান এবং তাদের প্রাকৃতিক সংযোগ পরীক্ষা করা। সারফেস অবজার্ভেশন ছাড়া এটা সম্ভব নয়। জলের তলায় কাজ করার ফলে গবেষকরা সরাসরি ডলফিনদের নির্দিষ্ট কিছু আচরণের সঙ্গে শব্দকে কো-রিলেট করতে পারেন। তাই তাঁরা কয়েক দশক ধরে ভিন্ন ধারার শব্দ বা সাউন্ডের সঙ্গে আলাদা বিহেভিওরাল সেটিংসের লিঙ্ক করেছেন। এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে:
advertisement
7/8
১. ডলফিনের শাবক এবং মায়েরা সিগনেচার হুইসল ব্যবহার করে একে অপরের সঙ্গে সংযোগ গড়ে তোলে। এগুলি হল স্বতন্ত্র নাম। ২. ডলফিনের মধ্যে লড়াইয়ের মধ্যে সাধারণত squawks শোনা যায়। ৩. প্রেম অথবা শার্ক চেজিংয়ের ক্ষেত্রে তারা ব্যবহার করে buzzes।
advertisement
8/8
সংশ্লিষ্ট প্রকল্পের চূড়ান্ত উদ্দেশ্য হল, এই প্রাকৃতিক শব্দ ক্রম বা সাউন্ড সিকোয়েন্সগুলির গঠন এবং এর সম্ভাব্য তাৎপর্য বোঝা। শুধু তা-ই নয়, ডলফিনদের ভাষা বোঝাতে পারে, এমন প্যাটার্ন এবং নীতিগুলিকে অনুসন্ধান করাও এর উদ্দেশ্য।