TRENDING:

Exchange Offer : এক্সচেঞ্জ অফারে নতুন মোবাইল! পুরনো ফোনগুলো নিয়ে কী করে কোম্পানি? অনেকেই জানেন না কিন্তু

Last Updated:
Second Hand Smartphone : এক্সচেঞ্জ-এর পর স্মার্টফোনগুলি সরাসরি পুনর্ব্যবহার কেন্দ্রে পাঠানো হয়। সেখানে ফোন প্রথমে প্রযুক্তিগত পরীক্ষার মধ্যে দিয়ে যায়। তার পর ফোনটি কার্যকরী অবস্থায় আছে কি না, সেটা দেখা হয়।
advertisement
1/6
এক্সচেঞ্জ অফারে নতুন মোবাইল! পুরনো ফোনগুলো নিয়ে কী করে কোম্পানি?
এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো মোবাইল দিয়ে নতুন ফোন বাড়িতে আনার সুযোগ। তবে জানেন কি, পুরনো ফোনগুলি নিয়ে কোম্পানি কী করে! 
advertisement
2/6
যখনই আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করবেন, তখন কোম্পানি সেই ফোনটির ধার্ষ করা দাম আপনার নতুন ফোন থেকে বাদ দিয়ে দেব। অনেকেই ভাবেন, সেই পুরনো ফোনগুলো নিয়ে কী করে কোম্পানি!
advertisement
3/6
এক্সচেঞ্জ-এর পর স্মার্টফোনগুলি সরাসরি পুনর্ব্যবহার কেন্দ্রে পাঠানো হয়। সেখানে ফোন প্রথমে প্রযুক্তিগত পরীক্ষার মধ্যে দিয়ে যায়। তার পর ফোনটি কার্যকরী অবস্থায় আছে কি না, সেটা দেখা হয়।
advertisement
4/6
ফোনটি যদি ভাল অবস্থায় থাকে, তা হলেও আরেকবার বেশিরভাগ পার্টস চেক করা হয়। ব্যাটারি, স্ক্রিন বা ক্যামেরার মতো অংশগুলি প্রতিস্থাপন করার প্রয়োজন হলে সেটা হয়। সফ্টওয়্যার আপডেট করা হয়। প্রায়ই ৩০ থেকে ৫০ শতাংশ সংস্কার করা হয় ফোন।
advertisement
5/6
অ্যাপল, স্যামসাং এবং শাওমির মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলি পুরনো ফোন নতুন করে ব্যবহারের যোগ্য করে তোলে। এমনকী ডিভাইসগুলি থেকে সোনা, তামা এবং অ্যালুমিনিয়ামের মতো মূল্যবান ধাতু নিষ্কাশন করা হয়।
advertisement
6/6
অনেক সময় পুরনো ফোনের অবস্থা খুবই ভাল থাকলে সেগুলি পুনরায় সরাসরি বিক্রির ব্যবস্থা করা হয়ে থাকে। আর সেই ব্যবস্থা কোম্পানি এখন অন্য কোনও থার্ড পার্টি অ্যাপ-এর মাধ্যমে করে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Exchange Offer : এক্সচেঞ্জ অফারে নতুন মোবাইল! পুরনো ফোনগুলো নিয়ে কী করে কোম্পানি? অনেকেই জানেন না কিন্তু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল