New Year Cyber Fraud: যাঃ যাঃ জম্পেশ অফারের লোভে ও কোন লিঙ্কে ক্লিক করলেন, নিউ ইয়ারে সঠিক অফার চিনুন, পা রাখুন ফুঁকে ফুঁকে...
- Published by:Debalina Datta
- trending-desk
Last Updated:
Cyber Safety on New Year: নতুন বছরকে স্বাগত জানানোর হুল্লোড়ের মাঝেই কিন্তু জাল বিছিয়ে রেখেছে স্ক্যামাররা; তাই সাবধান! রইল প্রতারণা থেকে বাঁচার উপায়
advertisement
1/6

আর কিছু সময়ের অপেক্ষা। নতুন বছর এল বলে! বিদায় নিতে চলেছে ২০২৪। আর এই উৎসবের বাতাবরণের মধ্যেই চোখ রাঙাচ্ছে বিপদ। কারণ উৎসবের হুল্লোড়ের মাঝেই মানুষের অসাবধানতার সুযোগ নিয়ে ফাঁদ পেতে রয়েছে স্ক্যামার বা প্রতারকরা। তারা গ্রাহকদের টাকা এবং ব্যক্তিগত তথ্য চুরি করতে চাইছে। উৎসবের বিশেষ উপহার দেওয়ার ছুতোয় জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটের ভুয়ো হলিডে গিফট ভাউচার থেকে ডিসকাউন্ট ক্যুপন দিচ্ছে সাইবার অপরাধীরা। নতুন বছর প্রারম্ভের প্রাক্কালে অনলাইন স্ক্যাম থেকে সতর্ক থাকার কিছু উপায় আলোচনা করে নেওয়া যাক। Photo- Representative
advertisement
2/6
ওয়েবসাইটের রিভিউ পর্যালোচনা:নতুন বছর বরণ করার হুল্লোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই সময় সব দিকটা মাথায় রাখতে পারবেন না মানুষ। যার জেরে সহজেই অনলাইন স্ক্যামের ফাঁদ পাতছে স্ক্যামাররা। তাই এই সময় দুর্দান্ত অনলাইন কোনও ডিল পেলে সেদিকটা ভাল করা নজর করা জরুরি। আসলে এই সময় ট্রাভেল-অফার তো পাওয়া যায়ই, সেই সঙ্গে স্মার্টফোনের মতো ইলেকট্রনিক যন্ত্রপাতির উপরেও ডিসকাউন্ট পাওয়া যাবে। তাই যে ওয়েবসাইট থেকে এই ডিল পাওয়া যাচ্ছে, তা বৈধ কি না, সেটা একবার যাচাই করে নিতে হবে। আর ই-কমার্স প্ল্যাটফর্ম খাঁটি কি না, তা যাচাই করার জন্য ওয়েবসাইটের নাম গুগল করে রিভিউ দেখে নিতে হবে। এর জন্য Trustpilot-এর মতো থার্ড-পার্টি পরিষেবাও ব্যবহার করা যেতে পারে। Photo- Representative
advertisement
3/6
ভুল লিঙ্কে ক্লিক নয়:বন্ধু অথবা পরিবারের কোনও সদস্য যদি ব্যবহারকারীকে কোনও ওয়েবসাইটের লিঙ্ক পাঠান, তাহলে তা খোলার আগে অন্তত বারদুয়েক ভাবতে হবে। কারণ টাকা চুরি করার জন্য এই লিঙ্কগুলি বানিয়ে থাকে স্ক্যামাররা। তাই সেই লিঙ্কগুলির উপর ক্লিক করা চলবে না। যদি অপরিচিত কোনও প্রেরকের কাছ থেকে লিঙ্ক আসে, তাহলে তো সেই লিঙ্কে কখনওই ক্লিক করা চলবে না। ইনস্টাগ্রাম বা ফেসবুকে কোনও বন্ধু যদি ডিসকাউন্ট বা দারুণ ডিল পাঠান, তাহলে সেটা ডাবল-চেক করতে হবে। লিঙ্কটা ঠিক না কি ভুয়ো, সেটা যাচাই করা আবশ্যক। Photo- Representative
advertisement
4/6
অ্যাকাউন্টের জন্য 2FA এনেবল করা:অতিরিক্ত সুরক্ষার জন্য বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইমেল সার্ভিস এবং ব্যাঙ্ক two-factor authentication-এর ব্যবহার লাগু করেছে। তবে আরও কিছু পরিষেবা রয়েছে, যে ক্ষেত্রে এই ধরনের নিরাপত্তাজনিত ব্যবস্থা ব্যবহার করে না। Photo- Representative
advertisement
5/6
ব্যাঙ্ক সংক্রান্ত বিষয়:স্ক্যামাররা আজকাল আর্টিফিশিয়াল এবং হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রসিদ্ধ কোনও ব্যাঙ্কের গলার স্বর অথবা ফোন নম্বর নকল করে প্রতারণার ফাঁদ পাতছে। তাই এসব ক্ষেত্রে নিজের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে অথবা ফোনে শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। Photo- Representative
advertisement
6/6
গিভঅ্যাওয়ের প্রলোভন:অনেক সময় ভুয়ো গিভঅ্যাওয়ের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে স্ক্যামাররা। তাই ই-মেল অথবা মেসেজে এমন অফার এলে সাবধান হতে হবে। সেই সঙ্গে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। Photo- Representative