TRENDING:

Coronavirus Lockdown: বাড়িতে বন্দি ভারতীয়রা সবথেকে বেশি কী ডাউনলোড করছে জানেন?

Last Updated:
২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত কোন কোন অ্যাপগুলি সব থেকে বেসি ডাউনলোড করা হয়েছে
advertisement
1/7
Coronavirus Lockdown: বাড়িতে বন্দি ভারতীয়রা সবথেকে বেশি কী ডাউনলোড করছে জানেন?
২১ দিনের লকডাউনে বাড়িতে থেকেই ক্লান্ত মানুষ। করোনা পরিস্থিতিতে সবচয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করছে মানুষ। সম্প্রতি ফেসবুক ঘোষণা করেছে, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার গত মাসে দ্বিগুণ হয়ে গিয়েছে। ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত কোন কোনও অ্যাপগুলি সব থেকে বেসি ডাউনলোড করেছে গৃহবন্দি ভারতীয়রা, জেনে নিন
advertisement
2/7
লকডাউনেম পর এই ludo king অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ৫.৬ মিলিয়ান বার। ছেলেবেলায় লুডো তো সবাই খেলে থাকে। সেই লুডোর-ই মোবাইল অনলাইন ভার্সন হল লুডো কিং। গেমটির নিয়ম সেই ছেলেবেলা লুডোর মতই করা হয়েছে।
advertisement
3/7
আবির্ভাবের পরে খুব অল্প সময়ের মধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল টিকটক। ভারতের বাজারে রীতিমত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে টক্কর দিতে শুরু করেছে চিনের জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া।
advertisement
4/7
ভিডিও কনফারেন্স অ্যাপ জুম এখন এই দেশে গুগল প্লে স্টোর থেকে সবচেয়ে বেশি ডাউনলোড করা হচ্ছে।
advertisement
5/7
Carrom Pool - বাড়ির বাইরে গিয়ে আড্ডা দেওয়ার, ক্যারম খেলা যাচ্ছে না তাই এবার অনলাইনে ফোনে অ্যাপ ডাউনলোড করে চলছে ক্যারম
advertisement
6/7
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ
advertisement
7/7
Uvideo অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ২.৬ মিলিয়ান বার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Coronavirus Lockdown: বাড়িতে বন্দি ভারতীয়রা সবথেকে বেশি কী ডাউনলোড করছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল